Trina Saha: শাঁখা-শাড়ি-সিঁদুরেও সমান সুন্দরী তৃণা সাহা, এই সব ছবি একেবারেই মিস নয়
Fashion Tips: এখনও তিনি ভীষণ রকম ডায়েটে মুড়ে রাখেন নিজেকে। একটা সময় নুন-চিনি কিছুই খেতেন না। খেতে ভালবাসলেও ভীষণই মেপে খাওয়া দাওয়া করেন তৃণা
অভিনয় দুনিয়ায় তৃণার আগমন একটু হঠাৎ করেই। চেয়েছিলেন ক্যামেরার পিছনে কাজ করতে, শুরুও করেছিলেন। তারপর হঠাৎই ডাক পড়ে অ়ডিশনের জন্য। এই ইন্ডাস্ট্রিতে ৭ বছর কাটিয়ে ফেললেন তৃণা। শেষ কয়েক বছরে তাঁর খ্যাতির মুকুটে বেশ কয়েকটি মুকুট যুক্ত হয়েছে। সিরিয়ালের পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে সিনেমা আর ওয়েব সিরিজেও। এছাড়াও একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশন, শ্যুটিং, ফটোশ্যুট এসব লেগেই থাকে তৃণার। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছে একটি নাচের রিয়্যালিটি শো-তেও। নাচ খুবই পছন্দ তৃণার। আর তাই প্রায়শই নিজের নাচের নানা রিল ভিডিয়োও শেয়ার করেন তিনি। একটা সময় তৃণার ওজন ছিল প্রায় ৭০ কেজি। প্রচুর ডায়েট, এক্সসারসাইজ করে সেই অতিরিক্ত ওজন তিনি ঝরিয়েছেন।
এছাড়া এখনও তিনি ভীষণ রকম ডায়েটে মুড়ে রাখেন নিজেকে। একটা সময় নুন-চিনি কিছুই খেতেন না। খেতে ভালবাসলেও ভীষণই মেপে খাওয়া দাওয়া করেন তৃণা। ভালবাসেন রান্না করতেও। মাটন তাঁর খুবই প্রিয়। বাড়িতেও কষিয়ে মাটন রাঁধেন তিনি। বানিয়ে ফেলেন নানা রকম ডেজার্ট আইটেমও। অধিকাংশ সময়ই ওয়েস্টার্নে দেখা যায় তৃণাকে। জিন্স, শর্টস, ড্রেস এসবেই নায়িকাকে দেখতে অভ্যস্ত দর্শকেরা। তবে শাড়িতেও খুব সুন্দর লাগে তৃণা সাহাকে। তৃণার ইনস্টাগ্রাম ঘাঁটলেই পাওয়া যায় বেশ কিছু ছবি।
একটি অনুষ্ঠানে তৃণা জাম রঙের বেনারসি পরেছিলেন। সেই সঙ্গে সাবেকি সাজ। ট্র্যাডিশন্যাল বেগুনি রঙের সেই বেনারসির সঙ্গে ভেলভেটের বেগুনি রঙের স্লিভলেস ব্লাউজ পরেছেন। চুলে খোঁপা করে তাতে গুঁজে রেখেছেন একগুচ্ছ সাদা গোলাপ। চওড়া করে সিঁদুর পরেছেন। কানে গলায় স্টোন সেটিং নেকলেস, দুল। হাতে শাঁখা-পলা আর সোনার বালাও রয়েছে। সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে তৃণাকে। এমন শাড়ির সঙ্গে তৃণার মেকআপও খুব সুন্দর। ছোট্ট একটা টিপ পরায় তৃণাকে আরও বেশি সুন্দর লাগছে।
প্রিয় বন্ধুর উপহার দেওয়া সাদা রঙের ফ্লোরাল এমব্রয়ডারি একটি শাড়ির সঙ্গে তিনি ম্যাজেন্টা রঙের একটি ব্লাউজ দিয়ে টিম-আপ করেছেন। খোলা চুল, সিঁথিতে এক চিলতে সিঁদুর, হাতে শাঁখা-পলা কানের ঝুমকোতেও তৃণাকে একেবারে অন্যরকম লাগছে। মেকআপও ভীষণ সাধারণ। সাদা শাড়ি আর সাদা ব্লাউজেও তৃণার আরও একটি ছবি রয়েছে। শাঁখা-পলা সিঁদুরে এই লুকেও খুব সুন্দর দেখতে লাগছে তৃণাকে। এমন সাধারণ সাজে যে কোনও মেয়েকেই দেখতে লাগে সুন্দর।