দেখতে দেখতে এসেই গেল সরস্বতী পুজো (Saraswati Puja)। ইতিমধ্যেই অনেকের বাড়িতেই ঠাকুরমশাই এসে হাজির। আর কয়েক ঘণ্টা পরেই প্রত্যেক বাড়িতে সাজো সাজো রব উঠবে। কারও প্রেমিকের সঙ্গে দেখা করার তাড়া, কারও নতুন প্রেমে জড়িয়ে পড়ার পালা, কারও স্রেফ ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। কারণ যা ই হোক না কেন, হলুদ শাড়ি (Saree) কিন্তু আজ মাস্ট। আপনাকে হলুদ সাজে সাজিয়ে তুলতে আজ আমরা কিছু টিপস (Fashion Tips) দিচ্ছি যা শেষ মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে।
হলুদ সুতির শাড়ি:
হ্যান্ডলুমের বিভিন্ন ধরনের শাড়ি হয়। তুলনামূলক হালকা কাজের প্রিন্টেড শাড়ি আপনি পরতে পারেন। কিংবা সুতোর কাজ করা শাড়িও আপনি পরতে পারেন। তবে পাকা হলুদ রঙের শাড়িওপরতে পারেন কিংবা কাঁচা হলুদ রঙের শাড়িও আপনি পরতে পারেন। হালকা হলুদ রঙের শাড়িও আপনাকে দারুণ মানাবে।
হলুদ অরগ্যানজা:
হলুদ অরগ্যানজার থেকে মিষ্টি দেখতে পোশাক তেমন একটা দেখা যায় না। ফ্লোরাল হলুদ অরগ্যানজা বেছে নিন। গলায় থাকুক চোকার। দেখবেন দারুণ সুন্দর দেখাবে আপনাকে। এতটাই যে, আপনার পছন্দের মানুষ আপনার থেকে চোখ ফেরাতেই পারবেন না।
হলুদ রঙের লিনেন:
লিনেন শাড়ি গায়ে রাখলে কোনও ভার মনেই হয় না। আর সুতোর কাজের লিনেন শাড়ি কিন্তু দারুণ লাগে। আপনিও হলুদ রঙের লিনেন শাড়ি পরতেই পারেন। তার সঙ্গে একটু ভারী কাজের ব্লাউজ পরুন। চুলের স্টাইল ও মেকআপের দিকেও সতর্ক হন। আপনাকে দারুণ দেখাবে।
হলুদ সিফন:
সুতির শাড়িকে যদি একশোয় একশো দেওয়া যায়, তবে আপনি সিফন শাড়িও প্রতিযোগিতায় খুব একটা পেছনে থাকবে না। সিফনও খুব হালকা, আর সব সময়ই ফ্যাশনে ইন। আপনাকে বেশ আধুনিক ও ট্রেন্ডি দেখাবে। তবে তার সঙ্গে মেকআপ ও অ্যাকসেসরিজেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি সিফন শাড়ি পরতেই পারেন, হলুদ সিফনে হয়ে উঠবেন অপরূপা।
হলুদ ঢাকাই:
বাড়িতে যদি সারাদিন পুজোর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে বাইরে বের হওয়ার সময় থাকে না। বাড়িতে পুজো হলে আপনার সাজেও থাকুক ট্র্যাডিশনাল ছোঁয়া। আপনি হলুদ রঙের ঢাকাই পরতেই পারেন। তার সঙ্গে চুল খোলা রাখুন। আপনাকে সুন্দর দেখাবে।
হলুদ সালোয়ার:
আপনি যে শুধু শাড়িই পরবেন এমন নয়, আপনি হলুদ রঙের সালোওয়ারও পরতে পারেন। আপনাকে একইরকম সুন্দর দেখতে লাগবে।
তথ্যসূত্র: পপএক্সো
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও
আরও পড়ুন: Saraswati Pujo Special Look: এই সরস্বতী পুজোয় ক্রাশের নজর কাড়তে চান? মিনিমাল মেকআপেই বাজিমাত করুন
দেখতে দেখতে এসেই গেল সরস্বতী পুজো (Saraswati Puja)। ইতিমধ্যেই অনেকের বাড়িতেই ঠাকুরমশাই এসে হাজির। আর কয়েক ঘণ্টা পরেই প্রত্যেক বাড়িতে সাজো সাজো রব উঠবে। কারও প্রেমিকের সঙ্গে দেখা করার তাড়া, কারও নতুন প্রেমে জড়িয়ে পড়ার পালা, কারও স্রেফ ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। কারণ যা ই হোক না কেন, হলুদ শাড়ি (Saree) কিন্তু আজ মাস্ট। আপনাকে হলুদ সাজে সাজিয়ে তুলতে আজ আমরা কিছু টিপস (Fashion Tips) দিচ্ছি যা শেষ মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে।
হলুদ সুতির শাড়ি:
হ্যান্ডলুমের বিভিন্ন ধরনের শাড়ি হয়। তুলনামূলক হালকা কাজের প্রিন্টেড শাড়ি আপনি পরতে পারেন। কিংবা সুতোর কাজ করা শাড়িও আপনি পরতে পারেন। তবে পাকা হলুদ রঙের শাড়িওপরতে পারেন কিংবা কাঁচা হলুদ রঙের শাড়িও আপনি পরতে পারেন। হালকা হলুদ রঙের শাড়িও আপনাকে দারুণ মানাবে।
হলুদ অরগ্যানজা:
হলুদ অরগ্যানজার থেকে মিষ্টি দেখতে পোশাক তেমন একটা দেখা যায় না। ফ্লোরাল হলুদ অরগ্যানজা বেছে নিন। গলায় থাকুক চোকার। দেখবেন দারুণ সুন্দর দেখাবে আপনাকে। এতটাই যে, আপনার পছন্দের মানুষ আপনার থেকে চোখ ফেরাতেই পারবেন না।
হলুদ রঙের লিনেন:
লিনেন শাড়ি গায়ে রাখলে কোনও ভার মনেই হয় না। আর সুতোর কাজের লিনেন শাড়ি কিন্তু দারুণ লাগে। আপনিও হলুদ রঙের লিনেন শাড়ি পরতেই পারেন। তার সঙ্গে একটু ভারী কাজের ব্লাউজ পরুন। চুলের স্টাইল ও মেকআপের দিকেও সতর্ক হন। আপনাকে দারুণ দেখাবে।
হলুদ সিফন:
সুতির শাড়িকে যদি একশোয় একশো দেওয়া যায়, তবে আপনি সিফন শাড়িও প্রতিযোগিতায় খুব একটা পেছনে থাকবে না। সিফনও খুব হালকা, আর সব সময়ই ফ্যাশনে ইন। আপনাকে বেশ আধুনিক ও ট্রেন্ডি দেখাবে। তবে তার সঙ্গে মেকআপ ও অ্যাকসেসরিজেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি সিফন শাড়ি পরতেই পারেন, হলুদ সিফনে হয়ে উঠবেন অপরূপা।
হলুদ ঢাকাই:
বাড়িতে যদি সারাদিন পুজোর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে বাইরে বের হওয়ার সময় থাকে না। বাড়িতে পুজো হলে আপনার সাজেও থাকুক ট্র্যাডিশনাল ছোঁয়া। আপনি হলুদ রঙের ঢাকাই পরতেই পারেন। তার সঙ্গে চুল খোলা রাখুন। আপনাকে সুন্দর দেখাবে।
হলুদ সালোয়ার:
আপনি যে শুধু শাড়িই পরবেন এমন নয়, আপনি হলুদ রঙের সালোওয়ারও পরতে পারেন। আপনাকে একইরকম সুন্দর দেখতে লাগবে।
তথ্যসূত্র: পপএক্সো
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও
আরও পড়ুন: Saraswati Pujo Special Look: এই সরস্বতী পুজোয় ক্রাশের নজর কাড়তে চান? মিনিমাল মেকআপেই বাজিমাত করুন