Saraswati Pujo Special Look: এই সরস্বতী পুজোয় ক্রাশের নজর কাড়তে চান? মিনিমাল মেকআপেই বাজিমাত করুন
বাঙালির প্রেম দিবসে বং সাজলেও, লুকের মধ্যে একটা ক্লাসিক ব্যাপার থাকা চাই। সরস্বতী পুজোর সকালে বেরনোটা যেহেতু মাস্ট, তাই বেশি মেকআপ করলে নষ্ট হতে পারে আপনার ইমপ্রেশন। এই ক্ষেত্রে বেশি জমকালো মেকআপ না করাই ভাল।
সরস্বতী পুজো (Saraswati Pujo) মানেই সকাল সকাল স্নান করে, শাড়ি পরে তৈরি হতে হবে পুষ্পাঞ্জলির জন্য। হলুদের আভা যুক্ত শাড়ি বেছে তো নিয়েছেন নিজের জন্য, কিন্তু মেকআপ (Makeup) নিয়ে ভেবেছেন কি কিছু? অন্যদিকে শুধু কাজল আর লিপস্টিকেই কাজ চলে যায়। কিন্তু সরস্বতী পুজোয় তা করলে হবে না। কারণ এই বছরের সরস্বতী পুজোটা একটু স্পেশ্যাল। ক্রাশের সঙ্গে দেখা হওয়ার সুযোগ যে রয়েছে। তাই কোনও মতে লুক নিয়ে কোম্প্রমাইজ নয়। আর যদি এই সরস্বতী পুজোয় প্রেমিকের আবদারে প্রথম শাড়ি পরবেন ভেবে থাকেন, তাহলে তো লুক (Perfect Look) হতে হবে একদম পারফেক্ট।
বাঙালির প্রেম দিবসে বং সাজলেও, লুকের মধ্যে একটা ক্লাসিক ব্যাপার থাকা চাই। অনেকেই রয়েছে যারা বেশি মেকআপ ভালবাসেন না। উপরন্ত সরস্বতী পুজোর সকালে বেরনোটা যেহেতু মাস্ট, তাই বেশি মেকআপ করলে নষ্ট হতে পারে আপনার ইমপ্রেশন। এই ক্ষেত্রে বেশি জমকালো মেকআপ না করাই ভাল। তাই এই সরস্বতী পুজোতে কীভাবে মেকআপ করবেন দেখে নিন…
মেকআপ শুরুর আগে সব সময় ত্বকের যত্ন নেওয়া দরকার। প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। চোখের পাতাতেও ভাল করে প্রাইমার লাগান। প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে।
ফাউন্ডেশন লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে ফাউন্ডেশন ও কনসিলার ভাল করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। চোখের পাতায় লুস পাউডার লাগাবেন না, কারণ আই মেকআপ করা হবে। এরপর আইব্রো পেনসিল ব্যবহার করে আইব্রো সেট করে নিন।
এবার শুরু করুন আই মেকআপ। প্রথমে একটি টপফ শেড ব্যবহার করে গোটা আই লিডে প্রয়োগ করুন। এই শেডটা যেন আপনার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে সেটা খেয়াল রাখবেন। এবার ব্রাউনের একটা ডার্ক শেড নিন এবং চোখের আউটার কর্নারে প্রয়োগ করুন। এটি আপনার চোখকে কনটরও করবে। এবার আপনার লুককে একটু ড্রামাটিক তৈরি করতে ক্রিম রঙের আইশ্যাডো নিন এবং ব্রো বোন অর্থাৎ আইব্রো ঠিক নীচে প্রয়োগ করুন। নো মেকআপ লুক আইলাইনার ও মাস্কারা ছাড়া সম্পূর্ণ হয় না। তাই জেল আইলাইনার ও ওয়াটার প্রুফ মাস্কারা ব্যবহার করুন।
চিকসে হালকা করে ব্লাশ লাগিয়ে নিন। আর নাক ও গালের দুই দিকে হাইলাইটার লাগিয়ে নিন। এগুলো বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এতে আপনার লুক নষ্ট হয়ে যেতে পারে। লিপস্টিক ছাড়া কোনও মেকআপ সম্পূর্ণ নয়। তাই যখন গোলাপি শেডের যে কোনও ন্যুড লিপস্টিক লাগিয়ে নিন ঠোঁটে। আপনি যদি একটু জমাকালো লুক চান, তাহলে লাল রঙের লিপস্টিকও ব্যবহার করতে পারেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: সঙ্গীর চোখে উজ্জ্বল ও সুন্দর হতে আজ থেকেই যত্ন নিন ত্বকের! বিশেষ দিনের জন্য রইল সহজ ও ঘরোয়া টিপস