Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও

তিনি বিদ্যার দেবী, আবার ফ্যাশনিস্তাও। তাই দিনটা যখন বাগদেবীর, তখন তাঁর আরাধনায় প্রাধান্য পাক ফ্যাশনও। এদিন নিজের মতো করেই সাজিয়ে তুলুন নিজেকে। ঐতিহ্য আর আধুনিকতার ফিউশন থাকুক সাজে

Basant panchami 2022 Fashion: মাঘের পঞ্চমীতে অঙ্গ জুড়োক বাসন্তীতে! থাকুক ইন্দো ওয়েস্টার্ন ছোঁয়াও
ট্র্যাডিশন্যাল আর আধুনিকতা মিশুক ফ্যাশনে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 11:41 PM

রাত পোহালেই পঞ্চমী ( Basant Panchami) । নিম্নচাপের ভ্রুকুটি  যতই  চোখ রাঙাক না কেন পুজো নিয়ে তুঙ্গে উত্তেজনা। চলছে মণ্ডপসজ্জার শেষ প্রস্তুতি। আলপনা পর্বও প্রায় শেষের দিকে। ফুল-দশর্কমার বাজারে উপচে পড়ছে ভিড়। হোয়্যাটসঅ্যাপ গ্রুপে এই মুহূর্তে চলছে জরুরি আলোচনা। কাল কখন, কোথায় দেখা হবে এবং কে কী শাড়ি পড়বে। দুর্গাপুজোর অষ্টমীতে শাড়ি পরা না হলেও বসন্ত পঞ্চমীতে কিন্তু শাড়ি ( Saraswati Puja Look) পরেন সব মেয়ে। বলা যায় শাড়ি পরারও হাতেখড়ি হয় এই বাসন্তী তিথিতেই। এই পুজোকে ঘিরে সবার মন জুড়েই থাকে অনেক গল্প, অনেক নস্ট্যালজিয়া। বাঙালির প্রেম দিবস বলে কথা! শাড়ি আর পাঞ্জাবির প্রথম দেখাও হয় এই দিনে। কাজেই এ দিনের সাজ একটু স্পেশ্যাল। শাড়ি, গয়না, সাজগোজের ( Fashion Ideas)প্ল্যান করতে করতেই গড়িয়ে যায় চতুর্থীর রাত।

সরস্বতী পুজোর সাজ নিয়ে এখন নানারকম এক্সপেরিমেন্ট চলে। এদিনের বিশেষত্ব হল হলুদ শাড়ি। অনেকেই আবার বেছে নেন সাদা শাড়িও। এছাড়াও থাকে আরও নানা রং। মাঘের শীতকে উপেক্ষা করেই সকাল সকাল স্নান সেরে শুরু হয় পুজোর তোড়জোড়। কিছু বাড়িতে আবার জোর লড়াই বাঁধে আয়না নিয়ে। মেয়েরা এদিন শাড়ি তো পরেন, কিন্তু এমন বিশেষ দিনের জন্য কেমন সাজ তাঁরা বেছে নেবেন? ডিজাইনার অর্ণব নায়েক যেমন বললেন, হলুদ-সাদা-লালের বাইরে বেরিয়ে এখন অনেকেই প্যাস্টেল শেডস বেছে নিচ্ছেন। লেমন ইয়লো কিন্তু বেশ ভাল লাগে পুজোর সকালে।

যদি কোনও ট্র্যাডিশন্যাল সিল্ক পরেন তাহলে সঙ্গে পরতে পারেন একটা বেল্ট। এতে কিন্তু ফিউশন টাচ আসে। রেডিমেড শাড়িও এখন ফ্যাশনে ইন। দেখতেও ভাল লাগে। তাই সকালের দিকে বা বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় এমন শাড়ি বেছে নিতেই পারেন। শাড়ির থেকেও এখন সকলে জোর দেন ব্লাউজে। রাফেল ব্লাউজ, লম্বা ঘটি হাতা ব্লাউজ, টাইট ফিটিংসের ফুলস্লিভ ব্লাউজ এখন বেশ চলছে। এছাড়াও ক্রপ টপ বা জ্যাকেট দিয়েও পরতে পারেন শাড়ি।

ফ্লোরাল প্রিন্টের ব্লাউজও দেখতে বেশ ভাল লাগে। তবে যাই পরুন না কেন শাড়ির রং কিন্তু হালকা হলেই পুজোর দিনে সকালে বেশি মানায়। ছেলেরা পাঞ্জাবি, ধুতি, প্রিন্টেড চুড়িদার পরতে পারেন। শাড়ির সঙ্গে যদি খোঁপা করে ফুল লাগাতে চান সেক্ষেত্রে বেশ ভাল লাগে রঙ্গন ফুল। গোলাপের পাপড়ি দিয়ে বানানো গজরাও আজকাল বেশ চলছে।

Puja

সাদা শার্ট কিংবা পাঞ্জাবির সঙ্গে এমন বাহারি জ্যাকেট এখন ট্রেন্ডিং ( ছবি- দেবাশিস)

‘শীতকালে লং জ্যাকেট কিংবা বাহারি জ্যাকেটের সঙ্গে শাড়ি পরলে ভাল লাগে দেখতে। ওভার সাইজড জ্যাকেট, ক্রপ টপ দিয়ে শাড়ি কিংবা বাসন্তী রঙের শাড়ির সঙ্গে সাদা লং জ্যাকেট নট করে পরলেও ট্রেন্ডি লাগে’- পরামর্শ ডিজাইনার দেবাশিসের। সালোয়ার পরলে প্রিন্টেড দোপাট্টা ভাল লাগে দেখতে। এদিন সবাইকেই এথনিকে সবচাইতে ভাল মামনায়। ছেলেরাও  সেমি পাতিয়ালা, পাঞ্জাবি, জ্যাকেট, বন্ধগলা এসব পরতেই পারেন। তবে যে পোশাকে আপনি স্বচ্ছন্দ্য এমন কিছু বাছুন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Saraswati Pujo Special Look: এই সরস্বতী পুজোয় ক্রাশের নজর কাড়তে চান? মিনিমাল মেকআপেই বাজিমাত করুন