AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage Gift: সামনেই বন্ধুর বিয়ে বা অ্যানিভার্সারি রয়েছে? উপহারে দিতে পারেন এমন গয়না, কাজে লাগবে

Best Wedding Gift: খন অনেক রকম গয়না পাওয়া যায়। সিটি গোল্ড বা গোল্ডেন পলিশ গয়নার দিন এখন আর নেই। স্টোন সেটিং, সিলভারের গয়না এসবই বেশি চলছে। এমন গয়না দেখতে যেমন ভাল লাগে তেমনই দামও বেশি পড়ে না। এই গয়না সব বয়সের মানুষকে সুন্দর মানায়

Marriage Gift: সামনেই বন্ধুর বিয়ে বা অ্যানিভার্সারি রয়েছে? উপহারে দিতে পারেন এমন গয়না, কাজে লাগবে
কেমন গয়না কিনবেন
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:56 AM
Share

শুরু হয়েছে বিয়ের মরশুম। প্রায় প্রতিদিনই বিয়ের অনুষ্ঠান লেগে থাকছে। বন্ধুদের বিয়ে, আত্মীয়দের বিয়ে। মোটকথায় বিয়েবাড়িতে কোনও রকম কমতি নেই। শুধু তো আর বিয়েবাড়ি নয় সেই সঙ্গে একটা উপহার দেওয়ারও পর্ব থেকে যায়। আর এই পার্ট বড়ই বেশি চিন্তাদায়ক। আজকাল সকলকেই বুঝেশুনে উপহার দিতে হয়। এক্ষেত্রে সকলের প্রয়োজন, পছন্দ সেটাও কিন্তু মাথায় রাখা উচিত। সেই সঙ্গে বাজেটও মাথায় রাখা দরকার। বিয়ে বা যে কোনও অনুষ্ঠানে মেয়েরা সবথেকে বেশি যা উপহারে পান তা হল শাড়ি। এদিকে কাজ-অফিসের চক্করে মেয়েদের শাড়ি পরার সুযোগও এখন অনেক কম থাকে। উপহারে অনেকেই রূপচর্চার প্রসাধনী দেন, এক্ষেত্রেও প্রত্যেকের পছন্দ আলাদা। তাই বুঝে শুনে উপহার কিনুন। এমন যেন না হয় যে আপনি কোনও কিছু উপহার স্বরূপ দিলেন আর তা পড়ে পড়ে নষ্ট হল।

রোজকার অফিস যেতে বা পার্টিতে ছোট খাটো গয়না লাগেই। সোনার গয়না সব সময় ব্যবহার করা যায় না। বলা ভাল সুযোগ পাওয়া যায় না। বিয়ে কংবা বিবাহবার্ষিকী উপলক্ষ্যে অধিকাংশই একটু ভারী সোনার গয়না কেনেন, যা রোজকারের ব্যবহারের মত নয়। এক্ষেত্রে উপহারে দিতে পারেন আমেরিকান ডায়মন্ড বা মুক্তোর সেট। এখন অনেক রকম গয়না পাওয়া যায়। সিটি গোল্ড বা গোল্ডেন পলিশ গয়নার দিন এখন আর নেই। স্টোন সেটিং, সিলভারের গয়না এসবই বেশি চলছে। এমন গয়না দেখতে যেমন ভাল লাগে তেমনই দামও বেশি পড়ে না। এই গয়না সব বয়সের মানুষকে সুন্দর মানায়।

স্টাড ইয়াররিং এখন বেশ চলছে। ছোট্ট লকেটের সঙ্গে এই রকম কানের দুল দেখতে লাগে বেশ। আবার ড্যামলার স্টাইলের দুলও কেনা যেতে পারে। হুপ স্টাইলও বেশ চলছে। কিংবা এডির ব্যাঙ্গেলস, নোয়া এসবও দিতে পারেন। অপিস বা যে কোনও অনুষ্ঠানে এমন হালকা গয়না পরে সহজেই যেতে পারবেন। দামও খুব বেশি পড়বে না। ৪ হীজারের মধ্যে অনেক রকম উপহার হয়ে যাবে। তাই কেনার আগে একবার ভাবুন, এমন সুন্দর উপহার পেলে বন্ধুও খুব খুশি হবেন।