Oversized Fashion: হুডি থেকে টি-শার্ট ফ্যাশন… দুনিয়া কাঁপাচ্ছে ওভার সাইজড জামা, নেপথ্যের গল্প কী?

Fashion Tips: বডি কন অনেকেই পরেন, আঁটোসাঁটো পোশাক বেশ পছন্দ করেন অনেক মানুষই, তবে যতই ফ্যাশন হোক না কেন একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে এই পোশাকে তেমন আরাম পাওয়া যায় না যা ঢিলেঢালা পোশাকে পাওয়া যায়

Oversized Fashion: হুডি থেকে টি-শার্ট ফ্যাশন... দুনিয়া কাঁপাচ্ছে ওভার সাইজড জামা, নেপথ্যের গল্প কী?
জানুন কেন হিট এই পোশাক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 2:34 PM

ফ্যাশন নিয়ে ইদানিং সকলেই এখন খুব সচেতন। একটি দু’বছরের বাচ্চাও এখন তার পছন্দ-অপছন্দ নিয়ে সচেতন। সোশ্যাল মিডিয়ার দৌলতে অধিকাংশ মানুষই সজাগ। কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ পরলে ভাল লাগবে, শাড়ি পরার ধরণ থেকে খোঁপা বাঁধার স্টাইল- সবই এখন হাতের সামনে পাওয়া যায় ইন্টারনেট খুঁজলেই। কোভিড পরবর্তী সময়ে অনলাইনে কেনাকাটা খুবই জনপ্রিয়। ফলে কেমন চেহারায় কেমন পোশাক মানাবে, সঠিক মাপ কীভাবে নেওয়া যাবে এই সবের সুন্দর টিউটোরিয়ালও রয়েছে ইউটিউবে। পোশাক আর পছন্দে এসেছে আমূল বদল। মানুষ মানুষকে দেখেই শেখে। আর তাই ফ্যাশনের ক্ষেত্রে সকলেই যে একে অপরকে কপি করছেন তা নয় বলা ভাল সকলেই নিজের মতো করে শেখার চেষ্টা করছেন। স্কার্টের সঙ্গে শার্টই ভাল লাগবে টি-শার্ট নয় এমনটা নয়, নিজের মত করে মিক্স অ্যান্ড ম্যাচ পোশাক এখন ট্রেন্ড।

শেষ দু বছর ধরে ফ্যাশনে ভীষণ ভাবে ইন ওভার সাইজড পোশাক। তবে এই ট্রেন্ড নতুন নয়। আগেও ছিল। উনিশে এপ্রল সিনেমাতেই দেবশ্রী রায়কে দেখা গিয়েছিল এরকম ওভার সাইজড টি-শার্টে। ওভার সাইজড ড্রেস, টপ, শার্ট, প্যান্ট সবই এখন ফ্যাশনে রমরমিয়ে চলছে। রোগা থেকে মোটা সকলেরই বেশ পছন্দ এই ওভার সাইজড ফ্যাশন। নিজের থেকে বড় মাপের টিৃশার্টের সঙ্গে ডেনিম শর্টস পরলে দেখতে বেশ লাগে। আবার ওভার সাইজড টি-শার্ট, বেলবটমস প্যান্টও এখন ইন ফ্যাশনে। তবে কেন এই পোশাক সকলে এত পছন্দ করছ্ন তা জানা আছে কি?

ওভারসাইজ জামাকাপড় হুডি, সোয়েটপ্যান্ট এবং জ্যাকেট- যে কোনও পরিস্থিতিতে যে কোনও জায়গায় পরতে পারেন। সিনেমা দেখতে গেলে, খেতে গেলে, অফিসে কিংবা পার্টিতে দিব্যি মানানসই। এই সব পোশাক খুবই আরামদায়ক। রোগা-মোটা যে কোনও কাউকে ভাল লাগে দেখতে। গরমের দিনে যেমন পরা যায় তেমনই শীতের দিনেও ওভার সাইজড জামায় বেশ লাগে দেখতে।

বডি কন অনেকেই পরেন, আঁটোসাঁটো পোশাক বেশ পছন্দ করেন অনেক মানুষই, তবে যতই ফ্যাশন হোক না কেন একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে এই পোশাকে তেমন আরাম পাওয়া যায় না যা ঢিলেঢালা পোশাকে পাওয়া যায়। ফ্যাশন সেটাই যা আরামদায়ক। এমন পোশাক পরে মানুষ আরাম পাচ্ছেন, সঙ্গে ফ্যাশন ফ্রি। আর সেই কারণেই মার্কেটে এত হিট ওভার সাইজড পোশাক।