Smelly Hair বর্ষার স্যাঁতসেঁতে গন্ধ চুলেও? শ্যাম্পু ছাড়া আর কোন টোটকা কাজে আসবে?
Hair Care Tips: যদি দিনে ১০০টার বেশি চুল না পড়ে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু চুল থেকে যদি বিশ্রী গন্ধ ছাড়ে, তখনই সমস্যা বাড়ে। অনেকেই মনে করেন, ভাল করে শ্যাম্পু করলেই চুল থেকে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু তা হয় না।

বর্ষাকালে চুলের সমস্যা পিছু ছাড়ে না। বেশি ভোগায় চুল পড়া। যদি দিনে ১০০টার বেশি চুল না পড়ে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু চুল থেকে যদি বিশ্রী গন্ধ ছাড়ে, তখনই সমস্যা বাড়ে। অনেকেই মনে করেন, ভাল করে শ্যাম্পু করলেই চুল থেকে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু তা হয় না। চুল ভিজে অবস্থায় বেঁধে রাখলে, ঘাম হলে চুল থেকে গন্ধ বেরোয়। পাশাপাশি চুলে চিটচিটে ভাব বাড়ে। এই অবস্থায় চুলের হাল ফেরাবেন কীভাবে?
১) স্ক্যাল্প ও চুল অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে শ্যাম্পু করতেই হয়। কিন্তু হাতে সময় না থাকলে কী করবেন? যে কোনও ট্যালকম পাউডার স্ক্যাল্পে ছড়িয়ে দিন। তবে, কয়েক ঘণ্টার জন্য এই টোটকার সাহায্য নিন। বাড়ি ফিরেই শ্যাম্পু করে নিন।
২) বাজারে বিভিন্ন ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায়। এই ধরনের হেয়ার মিস্ট চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চুলের তৈলাক্ত ভাব দূর করতেও হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন। ‘ওয়াটার-বেস্ড’ মিস্ট ব্যবহার করুন। এতে চুলের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর হয়ে যাবে।
৩) হাতের কাছে সহজ সমাধান না পেলে গোলাপ জলের সাহায্য নিন। গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বক ও চুলের দেখভাল করে। হেয়ার মিস্টের বদলে আপনি চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে চুলের বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাবেন।
৪) বর্ষাকালে ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা কাজে লাগাতে পারেন চুলের পরিচর্যাতেও। ১০০ মিলিলিটার জলে কয়েক ফোঁটা পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই জলটা চুলে স্প্রে করুন।
৫) বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই চুল শুকনো হতেও সময় নেই বেশি। আর সেই ভয়তেই নিয়মিত শ্যাম্পু করেন না অনেকে। চুলের দুর্গন্ধ ও তৈলাক্ত ভাব দূর করতে হলে শ্যাম্পু করতেই হবে। এক্ষেত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে দেখতে পারেন। দুর্গন্ধ ও তেলতেলে ভাব কেটে যাবে।
