AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma’s Breakfast: নিজেকে রোগা আর সতেজ রাখার জন্য অনুষ্কার এই ব্রেকফাস্ট খেয়ে দেখতে পারেন…

অনুষ্কা শর্মার এই ব্রেকফাস্টটি সমস্ত স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি, যা ওজন কমাতে এবং ফিট থাকতে সাহায্য করতে পারে। চিয়া বীজ এবং ওটস উভয়ই প্রোটিন সমৃদ্ধ। এই উপকরণগুলি ফাইবারে পরিপূর্ণ, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

Anushka Sharma's Breakfast: নিজেকে রোগা আর সতেজ রাখার জন্য অনুষ্কার এই ব্রেকফাস্ট খেয়ে দেখতে পারেন...
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 8:01 AM
Share

বলিউডের সমস্ত স্বাস্থ্য সচেতন সেলিব্রিটিদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। সবসময় তিনি তাঁর ফিটনেস ও ডায়েটের ব্যাপারে খুব সচেতন থাকেন। অনুষ্কার সুপার ফিট চেহারা ও আকর্ষক ফিগারের আসল রহস্য লুকিয়ে তাঁর দৈনিক ডায়েট এবং ওয়ার্কআউটের অভ্যাসের মধ্যে। অনুষ্কা ঘরে তৈরি খাবারই খেতে বেশি ভালোবাসেন এবং তাঁর ভক্তদেরও তিনি তাই পরামর্শ দেন। একটি ইন্টারভিউতে অনুষ্কা বলেছিলেন, ‘you are what you eat’ এই মন্ত্রে তিনি খুব বিশ্বাস করেন।

মাঝেমধ্যেই অনুষ্কা ইনস্টাগ্রাম পেজে তাঁর ডায়েট এবং ওয়ার্কআউট রুটিনের ভিডিয়ো এবং ছবি শেয়ার করেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছেন। ড্রাই ফ্রুটস, দুধ, চিয়া সিড, ওটস মিশ্রিত এই ব্রেকফাস্টটি তৈরি করা খুবই সহজ এবং অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর উপাদানে ভরপুর এই খাবারটি অনেকক্ষণ পেট ভরা রাখে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছেও জাগায় না।

উপকরণ:

২/৩ কাপ রোলড ওটস ২ চা চামচ চিয়া সিড আপনার পছন্দ মতো দুধ ১ কাপ ২ চা চামচ মধু আপনার পছন্দ মতো এক মুঠো বাদাম এবং বীজ

Anushka Sharma Breakfast

পদ্ধতি:

একটি মেসন জারে রোলড ওটস, চিয়া সিড এবং দুধ দিয়ে খুব ভাল করে সব উপকরণ মেশান। এবার জারটিতে টাইট করে ঢাকনা লাগিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এরপর জারটি সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন সকালে তাতে এক মুঠো বাদাম এবং বীজ, ড্রাই ফ্রুটস বা তাজা ফলের টুকরো এবং মধু দিয়ে ভালভাবে মেশান। প্রয়োজনে আরও একটু দুধ যোগ করতে পারেন। আপনি মধুর পরিবর্তে এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্টও যোগ করতে পারেন।

স্বাস্থ্যকর উপকারিতা:

অনুষ্কা শর্মার এই ব্রেকফাস্টটি সমস্ত স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি, যা ওজন কমাতে এবং ফিট থাকতে সাহায্য করতে পারে। চিয়া বীজ এবং ওটস উভয়ই প্রোটিন সমৃদ্ধ। এই উপকরণগুলি ফাইবারে পরিপূর্ণ, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছে রোধ করে। এই খাবারটি প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ – যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, বি১২ এবং ডি প্রদান করে। এগুলি আপনার হাড়কে শক্তিশালী করতে, পেশী তৈরি করতে, বিপাককে বাড়িয়ে তুলতে এবং পেট ভরা রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: Matar Paneer: সাধারণ হলেও গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে মটর পনির! এই রেসিপি আপনার জানা আছে তো?

আরও পড়ুন: Milk preservation: ফ্রিজে দুধ রাখলেই তা কেটে যাচ্ছে? এই ভাবে রাখলে দুধ অনেকদিন পর্যন্ত ভাল থাকবে!

আরও পড়ুন: Bloating symptoms: একবাটি ঘুগনি সাবড়ে দেওয়ার পর পেট ফুলে-ফেঁপে যায়? রান্নার পদ্ধতিটা একটু পরিবর্তন করলে মিটে যাবে সমস্যা!