দোরগোড়ায় দুর্গা। বেশিদিন বাকি নেই আর। এর মাঝে বাঙালি ব্যস্ত প্যান্ডেমিক কাটিয়ে উৎসবকে আপন করে নিতে। কেউ ব্যস্ত শপিং করতে, কেউ ব্যস্ত কোথায় ঘুরতে যাওয়া যায় তা খুঁজে নিতে। এসবের মাঝেও বাঙালির খাদ্য রসিক মন দিনের শেষে একটা সুন্দর লাঞ্চ আইটেম সব সময় খুঁজে বেড়ায়। দুর্গাপুজোর বিশেষ দিনগুলোতে আমরা রকমারি সাজব না বিভিন্ন স্বাদের খাবার খাবো, এই তর্ক আজকের দিনে প্রাচীনের মোড়কে। কিন্তু তাও, এই তর্কের স্বাদ চিরন্তন।
এই বছর দুর্গাপুজোর সপ্তমীতে বেছে নিন এই বিশেষ রান্না। এই রান্নার মধ্যে যেমন আপনি নিরামিষের স্বাদ পাবেন, তেমনই একটা অনন্য স্বাদ আর সুগন্ধ পাবেন লাঞ্চকে মনোরম করে তোলার জন্য। তাহলে আর দেরি কেন। দেখে নেওয়া যাক আজকের রসালো রেসিপি-বেগুন বাসন্তী। এটা বানানো খুবই সহজ। অল্প যত্ন আর একটু সময়, ব্যাস, তাহলেই আপনার নিখুঁত লাঞ্চের জন্য নিখুঁত তরকারি তৈরি।
উপকরণ: (এই রান্না ৪ জনের মধ্যে ভাগ করে খাওয়ার জন্য বলা হয়েছে)
পদ্ধতি:
আরও পড়ুন: খানা খানদানি-পর্ব ০২, আপেল সহযোগে বরাহমাংস
আরও পড়ুন: রবিবার দুপুরে জমিয়ে রান্না করুন চিকেন পাতুরি! রইল তার রেসিপি
আরও পড়ুন: ছুটির দিনে বাচ্চাদের জন্য বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন বার্গার!