আচার খাওয়ার মধ্যে একটা অন্য স্বাদের আরাম থাকে। বিশেষ করে শীতকালে যদি একটু ঝাল ঝাল আচার খাওয়া যায় তাহলে দুপুরের খাবারটা খুব একটা মন্দ হয় না। তার ওপর সেই আচার যদি লঙ্কার হয় তাহলে তো কোনও কথাই নেই। এবার প্রশ্ন হল, এই লঙ্কার আঁচার তৈরি করবেন কীভাবে। চিন্তার কোনও কারণ নেই। এবার জেনে নিন কীভাবে সেই আঁচার বানাবেন।
অনেকেই কাঁচালঙ্কা বেশ পছন্দ করেন। তাঁদের জন্য আজ রইল একটি সহজ, কাঁচা লঙ্কার আচারের রেসিপি। এই রেসিপিটি যদিও মূলত মার্কিনি কায়দার। পিকলড হ্যালাপিনোর মতো করেই। তবে বিদেশি রান্না শুনে ঘাবড়ানোর কিছু নেই। বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন এই লঙ্কার আচার। বেশি সময় নষ্ট করে লাভ নেই। আসুন এক নজরে জেনে নেওয়া যাক সহজ লঙ্কার আচারের রেসিপি…
উপকরণ :
পদ্ধতি :
বানানোর সঙ্গে সঙ্গেই খেতে পারবেন এই লঙ্কার আচার। একবার বানালে ১ মাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে এই লঙ্কার আচার। দুর্দান্ত মিষ্টি, টক, ঝাল স্বাদ পাবেন। মুড়ি মাখা, ডাল-ভাত, চাউমিন, ম্যাগি, চিজ টোস্ট ইত্যাদির উপর অল্প করে নিয়ে খেতে পারেন।
আরও পড়ুন: Matar Paneer: সাধারণ হলেও গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে মটর পনির! এই রেসিপি আপনার জানা আছে তো?
আরও পড়ুন: Milk preservation: ফ্রিজে দুধ রাখলেই তা কেটে যাচ্ছে? এই ভাবে রাখলে দুধ অনেকদিন পর্যন্ত ভাল থাকবে!