ইলিশের মরসুম আর নেই বললে খানিকটা ভুলই বলা হবে। এখনও বাজারে বেশ কিছু ভাল মানের ইলিশ মাছ খুঁজলেই পাওয়া যাবে। আর প্রচলিত মতে, ইলিশের মরসুমের একদম শেষের দিকে কিছু কিছু ইলিশ থাকে যেগুলোর স্বাদ আপনি কখনও চেয়েও ভুলতে পারেন না। এমন ইলিশ মাছ যদি আপনি হাতে পান, তাহলে নিশ্চয়ই এমন একটা রেসিপি করতে চাইবেন যা একটু স্পেশ্যাল হবে?
আজ আপনাদের জন্য রইল ইলিশ মাছের আম-কাসুন্দির রেসিপি। এই রেসিপিতে ইলিশের নিজস্ব গন্ধের সঙ্গে আমের মিষ্টি গন্ধ থাকবে। তার সঙ্গে থাকবে কাসুন্দির তীক্ষ্ণ গন্ধ। সব মিলিয়ে মন ভাল করা একটা গন্ধের মিশ্রণ উপভোগ করতে চলেছেন আপনি। এই রেসিপিতে গোটা ঘর গন্ধে তো ভরে যাবেই, তার পাশপাশি এর স্বাদ আপনার মন ভরিয়ে তুলতেও বিশেষ উপাদায়ী হবে।
ইলিশের এই উপকরণ তৈরির কিছু স্বাস্থ্যকর উপকারিতাও আছে। ইলিশের নিজস্ব স্বাস্থ্যকর উপকারিতা বিশেষ নেই। তবে, এর সঙ্গে এই রেসিপিতে যুক্ত হওয়া কাসুন্দির বিশেষ কিছু গুণ আছে। কাসুন্দি আমাদের শরীরকে ভেতর থেকে বেশ পরিষ্কার রাখে। অন্ত্র পরিষ্কার রাখার ক্ষেত্রেও কাসুন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পাশপাশি হজমের প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করতে কাসুন্দি অনেকটা সাহায্য করে থাকে।
উপকরণ:
পদ্ধতি:
আরও পড়ুন: Chicken Recipe: চিকেনের মশলায় দিন সবুজ রঙের ছোঁয়া, বানিয়ে ফেলুন হায়দ্রাবাদী গ্রিন চিকেন মশলা…