Recipe: রুটি বা লুচির সঙ্গে ঘুগনির জুটি চিরন্তন, এবার সেই স্বাদে দিন নতুন মোড়, বানিয়ে ফেলুন মাটন কিমা ঘুগনি…

আমাদের স্বাদকোরককে উস্কে দেওয়ার জন্য আজ আপনার জন্য থাকল মাটন কিমা ঘুগনির রেসিপি। এই রেসিপি বানানো অত্যন্ত সহজ আর বিশেষ কোনও ঝক্কিও পোহাতে হবে না আপনাকে। আসুন, দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতে মাটন কিমা ঘুগনি বানাতে পারেন...

Recipe: রুটি বা লুচির সঙ্গে ঘুগনির জুটি চিরন্তন, এবার সেই স্বাদে দিন নতুন মোড়, বানিয়ে ফেলুন মাটন কিমা ঘুগনি...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 8:20 AM

লুচি ঘুগনি যে জাতীয় খাবারের তকমা পায়নি সেটা বোধ হয় এই রেসিপির দুর্ভাগ্য। শহর থেকে শুরু করে গ্রাম, অলিতে গলিতে সব জায়গায় লুচি ঘুগনি পেয়েই যাবেন আপনি। জামাইষষ্ঠী হোক কি ভাইফোঁটা, লুচি ঘুগনি দিয়ে তো খাওয়াদাওয়ার মজলিশ শুরু হয়।

এই ঘুগনিকে আবার বিভিন্ন স্বাদের মোড়ক দেওয়া হয়। কখনও এর ওপর ছড়িয়ে দেওয়া হয় নারকেল, কখনও ভাজা পেঁয়াজ, তবে মাটন কিমার সঙ্গে তৈরি ঘুগনির স্বাদটাই আলাদা। রুটি বা লুচির সঙ্গে মাটন কিমা ঘুগনি খেলে জিভে একটা দারুণ পরিতৃপ্তি পাওয়া যায়। আমাদের স্বাদকোরককে উস্কে দেওয়ার জন্য আজ আপনার জন্য থাকল মাটন কিমা ঘুগনির রেসিপি। এই রেসিপি বানানো অত্যন্ত সহজ আর বিশেষ কোনও ঝক্কিও পোহাতে হবে না আপনাকে। আসুন, দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতে মাটন কিমা ঘুগনি বানাতে পারেন…

Mutton Keema Ghugni

উপকরণ:

  • ঘুগনি মটর- ২০০ গ্রাম (জলে ভেজানো)
  • সরষের তেল- ৩ চামচ
  • তেজ পাতা- ২ টো
  • আলু- ১ টা (ছোট ছোট টুকরো করে নিতে হবে)
  • নুন- স্বাদ অনুসারে
  • জিরে গুঁড়ো- ১ চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চামচ
  • লঙ্কা গুঁড়ো- ১ চামচ
  • গোটা জিরে গুঁড়ো- ১ চামচ
  • আদা-রসুনের পেস্ট- ২ চামচ
  • টমেটো- ১ টা
  • পেঁয়াজ- ১টা
  • কাঁচা লঙ্কা- ৩ টে
  • গরম মশলা- ১ চামচ
  • ঘি- ১ চামচ
  • মটন- ৫০০ গ্রাম

পদ্ধতি:

  • মটর ৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। তবে তিনটে সিটির বেশি দেবেন না। যখন দেখবেন মটর হাতে চিপলেই গলে যাচ্ছে, তখন আঁচ বন্ধ করে দিন। এবার টমেটো পিউরি তৈরি করে ফেলার পালা।
  • এই কাজগুলি মিটে গেলে বড় কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে তাতে এক এক করে তেজ পাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফেলে নাড়াতে হবে। যখন সুন্দর গন্ধ বেরতে শুরু করবে, তখন আলু এবং পেঁয়াজের টুকরোগুলো যোগ করে নাড়াতে থাকুন। পেঁয়াজ এবং আলুর টুকরোগুলো হালকা ভেজে নেওয়ার পরে আদা-রসুনের পেস্ট মিশিয়ে ক্রমাগত নাড়াতে থাকুন। যখন দেখবেন আদা-রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আদা এবং জিরে গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মেশাতে ভুলবেন না।
  • মশলার কাঁচা গন্ধটা কেটে যাওয়া মাত্র মটন কিমাটা মিশিয়ে ভাল করে নাড়াতে হবে, যাতে কিমাটা ভাল করে মিশে যাওয়ার সুযোগ পায়। এবার স্বাদ অনুসারে নুন এবং টমেটো পিউরি মিশিয়ে নাড়াতে থাকুন। ১০ মিনিট নাড়ানোর পরে কড়াইটা চাপা দিয়ে দিন। সেই সঙ্গে আঁচটাও একটু কমিয়ে দিন। ধিমে আঁচে মাংসটা এবার সেদ্ধ হবে। যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন একটু নাড়িয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর মিশিয়ে দিন।
  • এবার কড়াইটা চাপা দিয়ে মিনিটচারেক ফোটালেই তৈরি হয়ে যাবে মটন কিমা ঘুগনি (mutton keema ghugni)। এই সময় পরিমাণ মতো ঘি এবং গরম মশলা মিশিয়ে মিনিট খানেক নাড়িয়ে আঁচ বন্ধ করে দিন। মিনিট খানেক পরে পরিবেশন করুন।

আরও পড়ুন: Rainbow Salad: স্যালাড স্বাস্থ্যকর তো বটেই, একে সুস্বাদু করে তুলতে চান? তাহলে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন রেনবো স্যালাড…

আরও পড়ুন: Bengali Sweets: শীতের আমেজে মন খুশ করতে বানিয়ে ফেলুন আম-মাখা সন্দেশ! রইল তার রেসিপি

আরও পড়ুন: Recipe: দীপাবলির রাতে মেক্সিকান ট্যাকস তৈরি করুন ভারতীয় স্টাইলে! রইল চানার তৈরি ট্যাকসের রেসিপি