আজ আপনার জন্য থাকছে চিকেনের শাহি মাখানির রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, রান্না করাও এত সোজা যে নিমেষের মধ্যেই হয়ে যাবে।
Follow Us
বলতে গেলে নামেই মাখানি। আদপে এই রান্নায় মাখনের শিকি ভাগও থাকে না। এই পুজোর মরসুমে চিকেনের আইটেম তৈরি করা একটা অত্যাবশ্যক ব্যাপার। আজ আপনার জন্য থাকছে চিকেনের শাহি মাখানির রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, রান্না করাও এত সোজা যে নিমেষের মধ্যেই হয়ে যাবে। শুরু করা যাক তবে।
উপকরণ:
একটি আস্ত মুরগি বড় বড় টুকরো করে চার পিস কেটে নিন
টক দই- বড় দুই চামচ, ভাল করে ফেটিয়ে রাখুন।
আদা, রসুন বাটা- বড় এক চামচ
পেঁয়াজ কুচি- এক কাপ
পেঁয়াজ বাটা- এক চামচ
পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ মিহি করে বাটা- এক চামচ করে
সাদা তেল- এক চামচ
সর্ষের তেল- এক চামচ
জিরে, এলাচ, দারুচিনি, তেজপাতা- ফোড়ন দিতে
নুন, লাল লঙ্কা বাটা- স্বাদ মতো
অ্যালমন্ড, কাজু- পাঁচটি করে, জলে ভিজিয়ে রাখবেন, তারপরে বেটে নেবেন