শীতকাল মানেই নলেন গুড়, শীতকাল মানেই রকমারি সুস্বাদু খাবার খাওয়া। ভোজনরসিকদের জন্য তাই শীতকাল অত্যন্ত প্রিয় একটি ঋতু। যে কোনও শুভ অনুষ্ঠান হোক বা সাধারণ দিন শেষ পাতে মিষ্টি থাকা আবশ্যক। তার ওপর এখন নলেন গুড়ের সময়। তার অর্থ হল যে কোনও মিষ্টির স্বাদ এই শীতে হবে দ্বিগুণ। ভোজনরসিকদের কাছে যদিও এই নলেন গুড়ের তৈরি যে কোনও মিষ্টিই বড় প্রিয়।
নলেন গুড় ব্যবহার করে আপনি একাধিক মিষ্টির পদ রাঁধতে পারবেন। কিন্তু সহজ ভাবে যদি কোনও মিষ্টির রেসিপির খোঁজে থাকেন তা হল নলেন গুড়ের কালাকাঁদ। শীতের মরসুম ছাড়াও ছানার তৈরি কালাকাঁদের একটি আলাদাই জনপ্রিয়তা রয়েছে বাংলা তথা দেশজুড়ে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এই কালাকাঁদ মিষ্টি পাওয়া যায়। তবে নলেন গুড়ের কালাকাঁদ শীতে শুধুমাত্র বাংলাতেই পাওয়া যায়। আর এই নলেন গুড়ের কালাকাঁদ যদি আপনি বাড়িতে বানাতে চান, তাহলে চটপট দেখে নিন এই রেসিপি…
নলেন গুড়ের কালাকাঁদ তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী-
নলেন গুড়ের কালাকাঁদ তৈরি করার পদ্ধতি-
আরও পড়ুন: জমজমাট শীতকাল! উত্সবের দিনে তৈরি করুন জিভে জল আনা নলেন গুড়ের পায়েস
আরও পড়ুন: শুধু বিরিয়ানি নয়, এবার কন্টিনেন্টালের শেষ পাতেও পড়বে চকোলেট স্বাদের এই ফিরনি!