Aloe Vera Shampoo: অ্যালোভেরার গুণে বন্ধ করুন চুল পড়া, পয়সা বাঁচিয়ে বানিয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু
Home Remedies for Hair: ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অসাধারণ কাজ দেয় অ্যালোভেরা। চুলের জেল্লা ফিরিয়ে আনা থেকে শুরু করে খুশকির সমস্যা দূর করে অ্যালোভেরা। সাধারণত অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করা হয়। কিন্তু এই বর্ষায় চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করুন।

এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে বর্ষাকালে একটু বেশিই চুল ওঠে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বর্ষায় চুলের সমস্যা বাড়ে। এই সময় যতই ভাল মানের শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন না কেন, চুলের হাল ফেরে না। তবে, ঘরোয়া টোটকায় চুলের সমস্যাকে দূর করা যায়। চুলের পড়া কমাতে আপনি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অসাধারণ কাজ দেয় অ্যালোভেরা। চুলের জেল্লা ফিরিয়ে আনা থেকে শুরু করে খুশকির সমস্যা দূর করে অ্যালোভেরা। সাধারণত অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করা হয়। কিন্তু এই বর্ষায় চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করুন।
বাজারচলতি অনেক শ্যাম্পুতেই আপনি অ্যালোভেরা পেয়ে যাবেন। কিন্তু সেগুলো ভেষজ শ্যাম্পু নয়। তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উপস্থিত থাকে। চুলের সমস্যা দূর করতে বাড়িতে বানিয়ে নিন অ্যালোভেরার শ্যাম্পু। এতে পকেটও বাঁচবে এবং ভাল ফলও পাবেন। চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরার শ্যাম্পু কীভাবে বানাবেন এবং এর উপকারিতা কী-কী।
অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করুন
ছাদবাগানে থাকা অ্যালোভেরার গাছ থেকে একটা পাতা কেটে নিন। পাতাটা কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন। এতে হলুদ বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে। এবার খোসা ছাড়িয়ে অ্যালোভেরার পাল্প বের করে নিন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এক মগ গরম জল নিন। এতে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে দিন। এবার এতে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল ও জোজোবা তেল। উপকরণগুলো ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন। তৈরি অ্যালোভেরার শ্যাম্পু।
প্রথমে বাজারচলতি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। তারপর এই হোমমেড অ্যালোভেরার শ্যাম্পু চুলে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন।
হোমমেড অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহারের উপকারিতা
১) চুলের বৃদ্ধি: অ্যালোভেরা জেল পুষ্টিতে ভরপুর। অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাবে। নিয়মিত অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করলে চুলের দৈর্ঘ্যও বাড়বে।
২) স্ক্যাল্পের খেয়াল রাখে: বর্ষায় স্ক্যাল্পের সংক্রমণ খুব কমন বিষয়। বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় স্ক্যাল্পে চুলকানি বাড়ে। ঠিকমতো শ্যাম্পু না করলে স্ক্যাল্পে ময়লাও জমে। অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করলে এসব সমস্যা দেখা দেবে না।
৩) চুলের জেল্লা বাড়ায়: চুলের জেল্লা ফেরাতে সাহায্য করে অ্যালোভেরার শ্যাম্পু। নিয়মিত অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করলে চুলের ফ্রিজিনেস কমবে এবং উজ্জ্বলতা বাড়বে।
