AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Night Hair Care Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এই ৫ কাজ, চুল হবে সিল্কি আর জেল্লাদার

চুলের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানেই অনেকে নজর দেন না। যার ফলে চুল পড়ে, খুশকি হয় এবং চুল বেশিরভাগ সময় শুষ্ক হয়ে উঠতে পারে। যদি আপনার চুলও শুষ্ক হয়ে যাচ্ছে, তা হলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে চুলের জেল্লা ফেরাতে পারেন।

Night Hair Care Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এই ৫ কাজ, চুল হবে সিল্কি আর জেল্লাদার
রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এই ৫ কাজ, চুল হবে সিল্কি আর জেল্লাদার Image Credit: Anastassiya Bezhekeneva/Moment/Getty Images
| Updated on: Oct 22, 2025 | 4:13 PM
Share

কমবেশি সকল মহিলাই সাধারণত লম্বা, ঘন এবং রেশমি চুল চান। কিন্তু দূষণ, ধুলোবালি এবং খারাপ খাদ্যাভ্যাস চুলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ব্যস্ত জীবনযাত্রার কারণে কখনও কখনও অনেকে চুলের সঠিক উপায়ে যত্ন নেয় না। যার ফলে, চুল পড়া, রুক্ষ-শুষ্ক ভাব দেখা যায় চুলে এবং চুল দ্রুত ভেঙেও যায়। এ ছাড়া, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুল ভেঙে যায় বেশি। যদি আপনার চুল শুষ্ক, প্রাণহীন হয়ে যায় এবং তা হলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে চুল রেশমি এবং মসৃণ করতে পারবেন।

১) চুলের জট খুলে ফেলতে হবে

কিছু মহিলা রাতে চুল না আঁচড়ে ঘুমিয়ে পড়েন। যার ফলে চুল আরও জট পাকিয়ে যায়। তাই, ঘুমানোর আগে আলতো করে চুল আঁচড়িয়ে নেওয়া ভাল। এতে মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি পায়, চুলের সর্বত্র প্রাকৃতিক তেল ছড়িয়ে পড়ে। তবে, খুব জোরে চুল আঁচড়িয়ে না ফেলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। হালকা ব্রাশ ব্যবহার করা ভাল। এতে চুল ভাঙা কমবে।

২) নারকেল বা আর্গান তেল দিয়ে ম্যাসাজ করতে হবে

ঘুমনোর আগে চুলের ম্যাসাজ করা চুলের জন্য উপকারী। নারকেল তেল, বাদাম তেল অথবা আরগান তেল দিয়ে ৫-১০ মিনিট ধরে চুল ম্যাসাজ করতে পারেন। এতে রক্ত ​​সঞ্চালন উন্নত হয়, শিকড় মজবুত হয় এবং চুল আর্দ্র থাকে। তেলটি সামান্য গরম করতে ভুলবেন না।

৩) সাটিনের বালিশের কভার ব্যবহার করতে হবে

ঘর্ষণ চুল শুষ্ক এবং প্রাণহীন করে তুলতে পারে। এই ধরনের ক্ষেত্রে, ঘুমনোর জন্য সাটিন বা সিল্কের বালিশের কভার ব্যবহার করতে পারেন। এই কাপড়গুলি নরম এবং মসৃণ হয়।

৪) একখানা আলগা বিনুনি করা যেতে পারে

অনেক মহিলা রাতে চুল খুলে ঘুমোন। তবে এর ফলে আরও জট পাকিয়ে চুল পড়তে পারে। এমন পরিস্থিতিতে, ঘুমোনোর আগে চুল আলগা করে বিনুনি করা ভাল। তবে মনে রাখতে হবে, খুব বেশি শক্ত করে বিনুন করলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।

৫) লিভ-ইন কন্ডিশনার লাগাতে পারেন

যদি কারও চুল অত্যন্ত শুষ্ক এবং প্রাণহীন হয়, তা হলে ঘুমানোর আগে হালকা লিভ-ইন কন্ডিশনার বা সিরাম লাগানো খুবই কার্যকর হতে পারে। এটি যে কারও চুলকে রাতারাতি হাইড্রেটেড করে তোলে। এবং চুল রেশমি ও মসৃণ করতে পারে। এর জন্য অ্যালোভেরা বা আরগান তেলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন।