AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Volkswagen: লঞ্ছ হয়ে গেল ফকসভাগেনের নতুন প্রিমিয়াম এসইউভি! লম্বা সফরে কেমন সার্ভিস দেয়?

Volkswagen: শুধু তাই নয়, গাড়িতে উপস্থিত ADS এবং মাল্টি ড্রাইভ মোডের কারণে, পুরো যাত্রা জুড়ে এর গতি প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিমি ছিল।

Volkswagen: লঞ্ছ হয়ে গেল ফকসভাগেনের নতুন প্রিমিয়াম এসইউভি! লম্বা সফরে কেমন সার্ভিস দেয়?
| Updated on: Apr 17, 2025 | 4:55 PM
Share

লঞ্ছ হয়ে গেল ফকসভাগেনের নতুন প্রিমিয়াম এসইউভি, ফকসভাগেন টিগুয়ান আর-লাইন। সংস্থা এই গাড়ির দাম করেছে প্রায় ৪৯ লক্ষ টাকা। এত দাম কেন? কেমন লাগে এই গাড়ি চালাতে? লম্বা সফরের জন্য কতটা আরামদায়ক এই গাড়ি? দেখে নিন TV9-এর এক্সক্লুসিভ ভিডিয়োতে।

TV9 টিম ফকসভাগেন টিগুয়ান আর-লাইন গাড়িটি নিয়ে উদয়পুর থেকে জয়পুর পর্যন্ত ৪০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল। কেমন ছিল এই সফর? ওই তপ্ত রোদে কতটা আরাম দিতে পারল গাড়ি?

এই গাড়ির ওয়েদার কন্ট্রোল ফিচার ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও গাড়ির ভিতরে আরাম বজায় রেখেছিল। শুধু তাই নয়, গাড়িতে উপস্থিত ADS এবং মাল্টি ড্রাইভ মোডের কারণে, পুরো যাত্রা জুড়ে এর গতি প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিমি ছিল।

ফকসভাগেন টিগুয়ান আর-লাইনে আপনি পাবেন ২ লিটার ইঞ্জিন। এটি ২০৪ হর্সপাওয়ার এবং ৩২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। গাড়ির অ্যাক্সিলারেটর চাপলেই অনুভূত হয় গাড়ির আসল শক্তি। কেমন ছিল সেই অভিজ্ঞতা? দেখুন এই ভিডিয়োতে।