AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stinky Smell: টানা বৃষ্টি হতেই জামাকাপড় থেকে বোটকা গন্ধ ছাড়ছে? কী ভাবে হবে সমস্যার সমাধান

বর্ষাকালে জামাকাপড় শুকোতে সময় লাগে বেশি, ফলে অনেক সময় কাপড়ে স্যাঁতসেঁতে ভাব থেকে যায় এবং তা থেকে একধরনের বোটকা বা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করার জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় অবলম্বন করা যায়।

Stinky Smell: টানা বৃষ্টি হতেই জামাকাপড় থেকে বোটকা গন্ধ ছাড়ছে? কী ভাবে হবে সমস্যার সমাধান
| Updated on: May 31, 2025 | 11:28 PM
Share

বর্ষাকালে জামাকাপড় শুকোতে সময় লাগে বেশি, ফলে অনেক সময় কাপড়ে স্যাঁতসেঁতে ভাব থেকে যায় এবং তা থেকে একধরনের বোটকা বা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করার জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় অবলম্বন করা যায়।

প্রথমত, জামাকাপড় ধোয়ার সময় উপযুক্ত পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করা উচিত এবং সম্ভব হলে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাংগাল লিকুইড যোগ করা যেতে পারে। বাজারে বিশেষ করে বর্ষার সময়ের জন্য তৈরি কিছু ফ্যাব্রিক কন্ডিশনার পাওয়া যায়, যা জামাকাপড়কে সতেজ ঘ্রাণ দেয় ও ব্যাকটেরিয়া গঠনে বাধা দেয়।

দ্বিতীয়ত, ধোয়ার পর জামাকাপড় যতটা সম্ভব ভালোভাবে নিংড়ে নেওয়া উচিত যাতে অতিরিক্ত জল বের হয়ে যায়। সম্ভব হলে স্পিন ড্রাই ব্যবহার করুন। এরপর যত দ্রুত সম্ভব খোলা হাওয়া ও আলো বাতাসযুক্ত জায়গায় কাপড় শুকাতে দিন। রোদ না থাকলে ফ্যানের নিচে বা ইনডোর ড্রায়ার ব্যবহার করে কাপড় শুকানো যেতে পারে।

তৃতীয়ত, জামাকাপড় শুকানোর পরেও যদি বোটকা গন্ধ থাকে, তবে তা ভিনেগার বা বেকিং সোডা দিয়ে ধুয়ে নিতে পারেন। এক কাপ সাদা ভিনেগার বা আধা কাপ বেকিং সোডা জলে মিশিয়ে কাপড় ভিজিয়ে রেখে পরে ধুয়ে ফেললে গন্ধ অনেকটাই কমে যায়।

চতুর্থত, জামাকাপড় স্টোর করার সময় শুকনো ও হাওয়াবন্ধ জায়গায় রাখতে হবে। কাপড়ের মধ্যে কয়েকটি নারিকেলের ছোরা, চারকোল বা লবঙ্গ রেখে দিলে তা প্রাকৃতিকভাবে গন্ধ শোষণ করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো – জামাকাপড় যাতে একদম শুকিয়ে যায় সেটা নিশ্চিত করা। স্যাঁতসেঁতে কাপড় কখনোই ভাঁজ করে রাখা উচিত নয়। নিয়মিত ও যত্ন নিয়ে জামাকাপড় পরিষ্কার ও সংরক্ষণ করলে বর্ষার দুর্গন্ধ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।