AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Relationship Tips: প্রেম থেকে পার্টনারশিপ, টেকসই সম্পর্কের জন্য জরুরি টিপস

Relationship Tips: সম্পর্ককে সুন্দর রাখতে চাই যত্ন এবং ধৈর্য। মনে রাখতে হবে, ভালবাসা একদিনের নয়, আসলে প্রতিদিনই তাকে নতুন করে গড়ে তুলতে হয়। তাই এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে দেখতে পাবেন আপনার সম্পর্ক আরও উজ্জ্বল, আরও অটুট হয়ে উঠছে।

Healthy Relationship Tips: প্রেম থেকে পার্টনারশিপ, টেকসই সম্পর্কের জন্য জরুরি টিপস
Healthy Relationship Tips: প্রেম থেকে পার্টনারশিপ, টেকসই সম্পর্কের জন্য জরুরি টিপসImage Credit: Canva
| Updated on: Sep 20, 2025 | 1:48 AM
Share

ভালবাসা বা সম্পর্ক শুধু প্রথম দিকের আবেগে টিকে থাকে না। তার জন্য সত্যিই প্রয়োজন যত্ন, বোঝাপড়া এবং বিশ্বাসের দৃঢ় বাঁধন। অনেক সময় দেখা যায় ছোট ছোট কোনও ভুল বোঝাবুঝি বা অবহেলার কারণে একখানা সুন্দর সম্পর্ক ফিকে হয়ে যায়। অথচ, বেশ কয়েকটি সহজ নিয়ম মানলেই সম্পর্ক হতে পারে আরও গভীর, আরও স্থায়ী। চলুন জেনে নেওয়া যাক সম্পর্ক গাঢ় করার রসায়ন কী।

সম্পর্ক মজবুত রাখার ১০ টিপস —

  • খোলামেলা কথা বলুন – যে কোনও সমস্যা তা সে যত ছোটই হোক বা যত বড় হোক আলোচনা করতে হবে। চেপে রাখলে ভুল বোঝাবুঝি বাড়ে।
  • একসঙ্গে সময় কাটান – আজকালকার জীবনে কাজের ব্যস্ততা সকলেরই। তারই ফাঁকে কখনও কখনও একসঙ্গে বসে খাওয়া বা হাঁটা অনেক কিছু বদলে দিতে পারে।
  • ছোট ছোট চমক দিন – প্রিয়জনকে মাঝে মাঝে অল্প কিছু উপহার দিয়ে খুশি করতে পারেন। বা নিজেই তার কাছে না বলে গিয়ে সারপ্রাইজ দিতে পারেন।
  • সম্মান বজায় রাখুন – একে অপরকে সবসময় সম্মান করতে হবে। অপমান বা হেয় করলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়।
  • বিশ্বাস গড়ে তুলুন – কখনও একে অপরের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। একটি সুস্থ সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আস্থাই আসলে সম্পর্কের মূল চাবিকাঠি।
  • স্পেস দিন – সব সময় একসঙ্গে থাকার চাপ ভুল করেও দেবেন না। যদি পার্টনারের স্পেস প্রয়োজন হয়, তা দিতে হবে। ব্যক্তিগত জায়গারও গুরুত্ব বুঝতে হবে।
  • সাফল্য ভাগ করে নিন – একে অপরের অর্জনে গর্বিত বোধ করুন, তা নিয়ে খোলাখুলিভাবে মনের ভাব প্রকাশ করুন।
  • দোষারোপ নয়, সমাধান খুঁজুন – দু’জনের মাঝে কোনও সমস্যা হলে সেই সময় ‘তুমি দোষী’ না বলে ‘আমরা কীভাবে ঠিক করব’, এই সকল কথা বলতে হবে। অর্থাৎ এইভাবে একে অপরকে দোষারোপ চলবে না।অতীত টেনে আনবেন না – পুরনো ভুল বারবার মনে করাবেন না। আরও পরিষ্কার বললে কারও অতীত টেনে আনবেন না। তা হলে দূরত্ব বেড়ে যায়।
  • হাসি-মজা বজায় রাখুন – রসিকতা আর আনন্দের মুহূর্ত সম্পর্ককে হালকা আর সুন্দর রাখে। তাই আড্ডার ছলে হাসি ও মজা করতে হবে।

সম্পর্ককে সুন্দর রাখতে চাই যত্ন এবং ধৈর্য। মনে রাখতে হবে, ভালবাসা একদিনের নয়, আসলে প্রতিদিনই তাকে নতুন করে গড়ে তুলতে হয়। তাই এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে দেখতে পাবেন আপনার সম্পর্ক আরও উজ্জ্বল, আরও অটুট হয়ে উঠছে।