Skin Care: বাজির ধোঁয়ায় ত্বক নিস্তেজ? বাড়িতে বসেই ফেরান প্রাকৃতিক উজ্জ্বলতা
দীপাবলির আলোর উৎসব শেষে অনেকেই লক্ষ্য করেন, ত্বক যেন একটু মলিন, রুক্ষ আর প্রাণহীন লাগছে। এর প্রধান কারণ বাজির ধোঁয়া ও দূষণ। যা বাতাসে থাকা ক্ষতিকর কণার মাধ্যমে ত্বকের উপর স্তর তৈরি করে। এর ফলে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে।

দীপাবলির আলোর উৎসব শেষে অনেকেই লক্ষ্য করেন, ত্বক যেন একটু মলিন, রুক্ষ আর প্রাণহীন লাগছে। এর প্রধান কারণ বাজির ধোঁয়া ও দূষণ। যা বাতাসে থাকা ক্ষতিকর কণার মাধ্যমে ত্বকের উপর স্তর তৈরি করে। এর ফলে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। কিন্তু চিন্তা নেই! বেশ কয়েকটি ঘরোয়া টোটকা কাজে লাগালেই ফেরানো সম্ভব সেই হারানো জেল্লা। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল—
১. মধু ও লেবুর জাদু
এক চা চামচ মধুর সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষ সরে যাবে। প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরবে।
২. নারকেল তেল ও হলুদের ফেসপ্যাক
এক চিমটে হলুদ গুঁড়ো, এক চা চামচ নারকেল তেল ও আধা চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে লাগান। এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও ময়েশ্চারাইজিং গুণ সমৃদ্ধ। যা দূষণে আক্রান্ত ত্বককে শান্ত করে।
৩. বেসন ও দুধের উজ্জ্বলতা প্যাক
দুই চা চামচ বেসন, এক চা চামচ কাঁচা দুধ ও একটু গোলাপজল মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।
৪. টমেটোর রসের স্কিন টোনার
টমেটোতে থাকা লাইকোপিন দূষণের প্রভাব কমায়। তুলোর বলে টমেটোর রস লাগিয়ে রাখুন ৫ মিনিট। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। এটি ওপেন পোরস টাইট করে ও রোদে পোড়া ভাব কমায়।
৫. অ্যালোভেরা জেল দিয়ে হাইড্রেশন
রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে মুখে অ্যালোভেরা জেল লাগান। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, লালচেভাব কমায় এবং সকালে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।
উল্লেখ্য, সপ্তাহে ২-৩ দিন উপরিল্লিখিত ঘরোয়া টোটকা ব্যবহার করলে ত্বকে ফিরে আসবে দীপাবলির আলোর মতোই উজ্জ্বলতা।
