পুরনো সোয়েটারও হবে ঝকঝকে নতুন, শুধু এসব কায়দা জেনে নিন
অনেকে সোয়েটার ধুয়ে সরাসরি হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন। এটিই সবচেয়ে বড় ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে সোয়েটার মুচড়ে জল বের করা উচিত নয়, পরিষ্কার তোয়ালের ওপর রেখে জল শুষে নেওয়াই সবচেয়ে নিরাপদ, বা কিছুক্ষণ ঝুলিয়ে আগে জল ঝরিয়ে নিতে পারেন।

শীত এলেই আলমারি থেকে বেরিয়ে পড়ে প্রিয় সোয়েটার। অনেক ক্ষেত্রে দেখা যায়, দামি বা প্রিয় সোয়েটার এক–দুটো শীতের সিজনে পড়ার পরেই ঢিলে হয়ে যাচ্ছে, লোম উঠছে বা নষ্ট হয়ে যাচ্ছে। দোষ দিচ্ছেন সোয়েটারের কোয়ালিটি কে? বেশিরভাগ সময়ই এর কারণ কাপড়ের মান নয়, আপনার ভুল যত্নই অনেক সময় নষ্ট করছে সোয়েটারের। বিশেষজ্ঞদের মতে, সোয়েটার ঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করলে তা বহু বছর ভাল রাখা সম্ভব।
সোয়েটারের যত্নে কি কি ভুল হচ্ছে?
টেক্সটাইল বিশেষজ্ঞদের মতে, উলের তন্তু অত্যন্ত সংবেদনশীল। গরম জল, কড়া ডিটারজেন্টে উলের প্রাকৃতিক গঠন ভেঙে যায়। সোয়েটার শুকোতেও হয় সঠিক ভাবে। Textile Institute of India–এর একটি নির্দেশিকায় বলা হয়েছে, উলের পোশাক ঝুলিয়ে রাখলে নিজের ওজনেই তন্তু প্রসারিত হয়ে যায়, যার ফলে সোয়েটার ঢিলে হয়ে পড়ে। আবার অনেকে একই সোয়েটার পর পর কয়েকদিন পড়েন। এরকমটা না করে, বিরতি দিন। পর পর একই সোয়েটার পরলে, সেই সোয়েটারের উলের ক্ষতি হতে পারে।
কীভাবে ধোবেন আপনার প্রিয় সোয়েটার?
সোয়েটার ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হল ওয়াশিং মেশিনে গরম জলে ধোয়া। বিশেষজ্ঞরা বলছেন, সব সময় ঠান্ডা বা হালকা গরম জলে হাতে ধোয়া উচিত, উলের জন্য নির্দিষ্ট মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করা জরুরি, বেশি সময় জলে ভিজিয়ে রাখা উচিত নয়, National Wool Textile Organisation এর তরফে জানা গিয়েছে অতিরিক্ত ঘর্ষণে উলের তন্তু ভেঙে লোম উঠতে শুরু করে, যা পরে ঠিক করা যায় না।
সোয়েটার শুকনো করার সঠিক পদ্ধতি জানুন।
অনেকে সোয়েটার ধুয়ে সরাসরি হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন। এটিই সবচেয়ে বড় ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে সোয়েটার মুচড়ে জল বের করা উচিত নয়, পরিষ্কার তোয়ালের ওপর রেখে জল শুষে নেওয়াই সবচেয়ে নিরাপদ, বা কিছুক্ষণ ঝুলিয়ে আগে জল ঝরিয়ে নিতে পারেন। কড়া রোদে নয়, ছায়ায় শুকনো করা ভাল এই পদ্ধতিতে সোয়েটার ভালো থাকবে ও নরম ভাব বজায় থাকে। শীতের শেষে প্রিয় সোয়েটারকে আবার পরবর্তী শীতের জন্য যত্ন করে তুলে রাখতে হয়। কীভাবে নেবেন সেই যত্ন?
Central Institute for Research on Cotton Technology–এর একটি রিপোর্ট অনুযায়ী সোয়েটার সব সময় ভাঁজ করে রাখতে হবে, ন্যাপথলিনের বদলে নিমপাতা বা ল্যাভেন্ডার ব্যবহার করা বেশি ভাল, প্লাস্টিকের বদলে সুতি কাপড়ে মুড়ে রাখলে বেশি ভাল থাকবে আপনার সোয়েটার। এতে হাওয়া চলাচল বজায় থাকে এবং আর্দ্রতা জমে না।
সোয়েটার টেকসই হওয়া দামের ওপর নির্ভর করে না। নির্ভর করে যত্নের ওপর। সামান্য সচেতনতা ও সঠিক অভ্যাসই আপনার শীতের প্রিয় পোশাককে বহু বছর নতুনের মতো রাখতে পারে।
