AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাষাগ্রাস: হিন্দি ভাষা খাচ্ছে বাংলা ভাষাকে, বাংলা ভাষা খাচ্ছে…

Language Imperialism: ভাষাকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলনের কথা বললেই সবার প্রথমে মাথায় যেটা আসে তা হল ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে হওয়া 'লড়াইয়ের' কথা।

ভাষাগ্রাস: হিন্দি ভাষা খাচ্ছে বাংলা ভাষাকে, বাংলা ভাষা খাচ্ছে...
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: Apr 20, 2025 | 9:05 PM
Share

কলকাতা: ভাষা নিয়ে বিবাদ বরাবরের। দিন কতক আগেই এই ভাষা বিবাদের জেরে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিল তামিলনাড়ুর স্ট্যালিন সরকার। মূলত কেন্দ্রের নতুন শিক্ষানীতিকে ‘হাতিয়ার’ করে হিন্দি সাম্রাজ্যবাদ ঘটাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এমনকি, একই অভিযোগ কিন্তু ঘুরে-ফিরে বহুবারই শোনা গিয়েছে বাংলার নেতা-মন্ত্রীদের মুখে। গতবছরই সংসদে জিরো আওয়ারের প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাখেত গোখলে অভিযোগ করেন, ‘কেন্দ্র ইংরেজি ও আঞ্চলিক ভাষাগুলিকে চেপে সরকারি কাজে হিন্দি চাপানোর চেষ্টা করছে।’ যার পাল্টা অবশ্য বিজেপি সাংসদরা বলেছিলেন, ‘হিন্দি এই দেশের সরকারি ভাষা।’ ভাষা চর্চা ও ভাষা বিবাদ আসলে অনেকটাই রাজনৈতিক যা তৈরি করতে পারে একটা দেশ, এমনকি একটা রাজ্যও। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন