Winter Clothes: মাত্র ১৫০ টাকা খরচ করলেই প্রচুর গরম! হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারে কলকাতার এই ৫ জায়গা
Best Winter Shopping: সারাবছর যতই জামাকাপড় কেনা হোক না কেন, শীতের শপিংয়ের আলাদাই মজা পান অনেকে। বাড়িভর্তি জামাকাপড়ের পাহাড় থাকলেও কেনাকাটা করা থেকে নিজেকে অনেকে দূরে সরিয়ে রাখতে পারেন না।
শীতকালে (Winter) মন চায় খানিক শপিং (Shopping) করতে। সারাবছর যতই জামাকাপড় কেনা হোক না কেন, শীতের শপিংয়ের আলাদাই মজা পান অনেকে। বাড়িভর্তি জামাকাপড়ের পাহাড় থাকলেও কেনাকাটা করা থেকে নিজেকে অনেকে দূরে সরিয়ে রাখতে পারেন না। বছরের মাত্র ২টো মাস থাকে শীত। তাও কোনও কোনও বার তা উপভোগ করাই কঠিন হয়ে ওঠে। এই সময় পিকনিক, বিয়েবাড়ি, পার্টি থাকে কত্ত কী। বড়দিন, নিউ ইয়ারও তো রয়েছে। এখন অবশ্য সারা বছরের কোনও না কোনও সময় মানুষ বেড়াতে যান। শীতের সময় বেড়াতে দূরে হোক বা কাছে সোয়েটার, স্কার্ফ, জ্যাকেট যেন মাস্ট। কলকাতায় কয়েকটি মার্কেট রয়েছে, যেখানে সস্তায় শীতের ফ্যাশনেবেল জামাকাপড় পাওয়া যায়।
কলকাতায় শীতের জামাকাপড় সস্তায় কিনতে চাইলে এই কয়েকটি জায়গায় যেতে পারেন:—
- ধর্মতলা: এই স্থানের নাম জানেন না, এমন মানুষ কলকাতায় খুঁজে পাওয়া কঠিন। কলকাতার সবচেয়ে জনপ্রিয় শপিং জায়গাগুলির মধ্যে একটি এই ধর্মতলা। এখানে সস্তায় নানারকম শীতের পোশাক পাওয়া যায়।
- নিউ মার্কেট: এখানে শীতের ফ্যাশনেবল এবং সস্তা দুই ধরনের পোশাক পাওয়া যায়। মনও ভরবে, পকেটও বেশি হালকা হবে না।
- গড়িয়াহাট: কলকাতায় এই জায়গায় শীতের পোশাকের যেন বাহার বসে। রকমারি শীতের পোশাক এখানে খুব সস্তায় পাওয়া যায়।
- হাওড়ার মঙ্গলা হাট: এই হাটটিতে মূলত পাইকারি দরে বিক্রি হয়। এখানে খুবই সস্তায় শীতের পোশাক পাওয়া যায়। অবশ্য এই হাট দোকানিদের জন্য ভালো।
- ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেট: ভুটান, তিব্বত, নেপাল, হিমাচল থেকে আনা বাহারি শাল, কোট, সোয়েটার ইত্যাদি পাওয়া যায় ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেট।
উপরিল্লিখিত কলকাতার স্থানগুলিতে কোন কোন শীতের পোশাক কত দামে পাওয়া যায়?
- ক্রপ সোয়েটার: ২৫০-৩০০ টাকা।
- সোয়েটার: ১৫০ টাকা থেকে শুরু।
- জ্যাকেট: ৩৫০ টাকা থেকে শুরু।
- টুপি, মাফলার, স্কার্ফ বেশ সস্তাতেই পাওয়া যায়।
কলকাতার এই মার্কেটগুলিতে দরাদরি করলে অনেকটাই সস্তায় শীতের পোশাক কিনতে পারবেন। আর যদি অফ-সিজনের সময় কেনেন, এই ধরুন শীত শুরু হওয়ার ঠিক আগেই যদি এই মার্কেটগুলিতে ঢুঁ মারেন, তা হলে দেদার শপিংও হবে আর টাকাও বেশি বাঁচাতে পারবেন।