Viral News: প্লেনের ইঞ্জিনের কাছে পুশ আপ, ভিডিয়ো ভাইরাল হতেই…
Lifestyle Viral News: স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। ২৩ বছরের এই ফিটনেস ইনফ্লুয়েন্সার যে বাকিদেরও অসুরক্ষিত পথে চালিত করছেন, এমনটাই মত অনেকের।

ফিটনেস ইনফ্লুয়েন্সার। প্রিসাইল জিনোস্কি। তাঁর একটি ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে। তার কারণও রয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিডনি বিমানবন্দরে জেট প্লেনের ইঞ্জিনের সামনে পুশ আপ মারছেন! সেই ভিডিয়োতে ক্যাপশন- ফ্লাইটের আগে কুইক পাম্প! ইঞ্জিনের এতটাই কাছে, যে কোনও সময়ই দুর্ঘটনা এমনকি প্রাণহানিও হতে পারত। স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। ২৩ বছরের এই ফিটনেস ইনফ্লুয়েন্সার যে বাকিদেরও অসুরক্ষিত পথে চালিত করছেন, এমনটাই মত অনেকের।
অস্ট্রেলিয়ার সংবাধ্যমের খবর অনুযায়ী, প্রিসাইলের এই ভিডিয়োটি গত বছরের তোলা। সে সময় তিনি সিডনি বিমানবন্দরে চাকরি করতেন। এখন অবশ্য আর তিনি এই চাকরিতে নেই। সিডনি বিমানবন্দরের আধিকারিকরাও প্রিসাইলের এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ। তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করা হতে পারে। যাত্রীদেরও ঝুঁকি ছিল বলে মনে করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সিডনি বিমানবন্দরের তরফে এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে জিরো টলারেন্স ভূমিকা নেবে তারা। এ ভাবে সুরক্ষা কবচ ভাঙা, যাত্রীদের জীবন নিয়ে খেলাকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে সেই ফিটনেস ইনফ্লুয়েন্সার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেলে এক সাক্ষাৎকারে স্বপক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, এই বিষয়টি নিয়ে প্রচুর দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদিও এর ফলে প্লেনের ভেতরে থাকা কারও কোনও ক্ষতি হত না বলেই দাবি।





