Face Mask: নিম না তুলসী, ত্বকের জেল্লা ফেরাতে কোন হার্বাল মাস্কে লুকিয়ে আছে আসল ম্যাজিক?
আজকাল অনেকেই ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখছেন ঘরোয়া প্রতিকারেই। প্রাকৃতিক উপাদানের মধ্যে নিম ও তুলসী দুটোই ত্বকের যত্নে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হল, ত্বকের হারানো জেল্লা ফেরাতে আসলেই কোনটা বেশি কার্যকর, নিম মাস্ক না তুলসীর মাস্ক? চলুন জেনে নেওয়া যাক।

ত্বকের উজ্জ্বলতা হারানো আজকাল খুবই সাধারণ সমস্যা। দূষণ, মানসিক চাপ, ঘুমের অভাব আর অনিয়মিত খাদ্যাভ্যাসই এর প্রধান কারণ। তাই অনেকেই ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখছেন ঘরোয়া প্রতিকারেই। প্রাকৃতিক উপাদানের মধ্যে নিম ও তুলসী দুটোই ত্বকের যত্নে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হল, ত্বকের হারানো জেল্লা ফেরাতে আসলেই কোনটা বেশি কার্যকর, নিম মাস্ক না তুলসীর মাস্ক? চলুন জেনে নেওয়া যাক এই দুই প্রকৃতির দান সম্পর্কে বিস্তারিত।
নিম মাস্ক: ত্বকের গভীর শুদ্ধ করতে কার্যকর
নিমের পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, ব্রণ কমায় এবং ত্বককে রাখে সংক্রমণমুক্ত।
নিম মাস্ক তৈরির উপায়:-
কিছু তাজা নিমপাতা বেটে নিন। এর সঙ্গে এক চামচ মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল কমে, ব্রণর দাগ হালকা হয়, আর মুখের ক্লান্ত ভাবও মিলিয়ে যায়।
তুলসী মাস্ক: প্রাকৃতিক উজ্জ্বলতা ও সতেজতার ছোঁয়া
তুলসী শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সৌন্দর্যচর্চাতেও তার গুরুত্ব অনন্য। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।
তুলসী মাস্ক তৈরির উপায়:-
তুলসীর কয়েকটি পাতা বেটে নিন। এর সঙ্গে সামান্য মধু ও লেবুর রস মিশিয়ে দিন। মুখে লাগিয়ে রাখুন ১০–১৫ মিনিট, তারপর হালকা কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। তুলসী মাস্ক ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনে, দাগছোপ কমায় এবং মুখে দেয় এক প্রাকৃতিক দীপ্তি।
কোনটি বেশি কার্যকর?
যদি কারও ত্বক ব্রণপ্রবণ ও তৈলাক্ত হয়, তা হলে নিম মাস্ক হবে সেরা বিকল্প। এটি ত্বক পরিষ্কার রাখবে ও জীবাণু প্রতিরোধ করবে। আর যদি কারও ত্বক শুষ্ক বা নিস্প্রাণ হয়ে থাকে, তা হলে তুলসী মাস্কই দেবে উজ্জ্বলতা ও পুষ্টির ছোঁয়া। দুই উপাদানই প্রকৃতির উপহার। তাই ত্বকের ধরন বুঝে সঠিকটি বেছে নিলেই ফিরবে হারানো জেল্লা।
নিম ও তুলসী, দুটোই প্রকৃতির একখানা করে স্কিন হিরো! পার্থক্য শুধু প্রয়োগে। নিম ত্বকের অস্বচ্ছতা দূর করে শুদ্ধতা আনে, আর তুলসী ত্বকে এনে দেয় সতেজ উজ্জ্বলতা। তাই বাজারের কেমিক্যাল প্যাকের বদলে সপ্তাহে একদিন নিজের ত্বকের ধরন অনুযায়ী এই হার্বাল মাস্ক ব্যবহার করলেই দেখা মিলবে স্বাভাবিক, দীপ্তিময় ত্বকের।
