AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Day: লাল-হলুদ নয়, প্রেম দিবসে ভালবাসার মানুষকে বেগুনি গোলাপ দেওয়ার অর্থ বোঝেন?

প্রেম সপ্তাহের শুরুই হয় ফুল দিয়ে। এব্যাপারে একটাই ফুল যেকোনও প্রেমের গল্পে সুপারহিট। গোলাপ। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রেম সপ্তাহ। যার কেতাবি নাম ভ্যালেন্টাইনস উইক।

Rose Day: লাল-হলুদ নয়, প্রেম দিবসে ভালবাসার মানুষকে বেগুনি গোলাপ দেওয়ার অর্থ বোঝেন?
| Updated on: Feb 06, 2025 | 2:11 PM
Share

বসন্তের হাওয়ায় প্রেম প্রেম ভাব। আর প্রেম প্রকাশে ফুলের থেকে ভাল আর কিছুই হতে পারে না। তাই তো প্রেম সপ্তাহের শুরুই হয় ফুল দিয়ে। এব্যাপারে একটাই ফুল যেকোনও প্রেমের গল্পে সুপারহিট। গোলাপ। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রেম সপ্তাহ। যার কেতাবি নাম ভ্যালেন্টাইনস উইক। এই সুপারহিট ফুলের নামেই তাই প্রেম সপ্তাহের প্রথম দিন রোজ ডে। তবে জানেন কি? নানা রঙের গোলাপে নানান বার্তা। লাল গোলাপ যদি হয়, প্রেম, ভালবাসা, আদর প্রকাশের কায়দা। তো অন্য রঙের গোলাপের মধ্যে দিয়ে প্রিয় মানুষের কাছে পৌঁছে যেতে অন্য অনুভূতি। জেনে নিন, কোন রঙের গোলাপের মধ্যে লুকিয়ে রয়েছে, কোন রঙিন বার্তা।

গোলাপি গোলাপ- লাল গোলাপ যদি হয়, প্রেমের প্রতীক। তো গোলাপি গোলাপের কাজ কিন্তু ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতি জানাতেই। শুধু প্রেমিক বা প্রেমিকাকেই নয়, গোলাপি গোলাপ দেওয়া যেতে পারে, আপনার যেকোনও প্রিয়জনকে। যাকে আপনি ধন্যবাদ জানাতে চান। কৃতজ্ঞতা জানাতে চান।

সাদা গোলাপ- সাধারণত, দেখা যায় শোকজ্ঞাপনের ক্ষেত্রেই সাদা গোলাপ ব্যবহার করা হয়। কিন্তু সাদা শুধুই শোকের জন্য নয়। সাদা সব সময়ই শান্তির প্রতীক। যদি কারও সঙ্গে ঝগড়ার কারণে বহুদিন কথাবন্ধ থাকে, কথা শুরু করুন সাদা গোলাপ দিয়েই। সাদা গোলাপ সব কিছুরই শুভ শুরুওয়াত। এছাড়াও, কাউকে খুব মিস করলে, তাঁকে সাদা গোলাপ পাঠাতে পারেন।

কমলা গোলাপ- ভালবাসায় প্যাশন থাকা দরকার। প্রেম বোঝাতে যদি লাল গোলাপ ব্যবহার হয়। তাহলে গোলাপি গোলাপ গভীরতা বোঝানোর জন্য একেবারে পারফেক্ট। গোলাপি রং আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। এমনকী, কাউকে অনুপ্রাণিত করতেও গোলাপি গোলাপ ব্যবহার হয়।

হলুদ গোলাপ- যে কোনও সম্পর্কেই বন্ধুত্ব থাকা উচিত। হলুদ গোলাপ সেই বন্ধুত্বরই প্রতীক। সুস্বাস্থ্যের শুভেচ্ছা জানাতেও হলুদ গোলাপ ব্যবহার করতে পারেন। আপনার বন্ধু যদি নতুন কোনও চাকরি, নতুন কোনও ব্যবসা বা নতুন জীবনের শুরুওয়াত করতে চলেছেন, তাকেও হলুদ গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

বেগুনি গোলাপ- আজকাল নানা রঙের গোলাপের মধ্যে বেগুনি গোলাপ খুবই জনপ্রিয়। সাধারণত, এই গোলাপ রয়্যাল সম্মান বোঝাতেই কাজ করে। আপনার সঙ্গীকে রানির মতো সম্মান দিতে এই গোলাপ দিতেই পারেন।