Rosemary Oil: চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে রোজমেরি তেল, জানুন এটি ব্যবহারের সঠিক উপায়
আজকাল প্রত্যেকের বাড়ির সদস্যদের এই সমস্যা খুবই কমন। সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত হয়েছে যে, চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে রোজমেরি তেল । রোজমেরি তেল যেহেতু একটি এসেনশিয়াল অয়েল, তাই এটি সরাসরি চুলে ব্যবহার করা উচিত নয়। এটিকে সবসময় একটি 'ক্যারিয়ার তেল' বা সাধারণ তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়।

অতিরিক্ত চুল ঝরছে? দিশেহারা লাগছে? চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ভাবছেন? আবার এও মনে হচ্ছে, যদি কোনও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে চুলের সমস্যার মোকাবিলা করা যেত— তা হলে আপনার ভাবনা কিন্তু ভুল নয়। আজকাল প্রত্যেকের বাড়ির সদস্যদের এই সমস্যা খুবই কমন। সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত হয়েছে যে, চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে রোজমেরি তেল (Rosemary Oil)।
রোজমেরি তেল ব্যবহারের সঠিক পদ্ধতি
রোজমেরি তেল যেহেতু একটি এসেনশিয়াল অয়েল, তাই এটি সরাসরি চুলে ব্যবহার করা উচিত নয়। এটিকে সবসময় একটি ‘ক্যারিয়ার তেল’ বা সাধারণ তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। তার জন্য প্রথমেই মিশ্রণ বানাতে হবে। এই মিশ্রণ বানাতে লাগবে – এক চা চামচ নারকেল তেল, জোজোবা তেল বা অলিভ অয়েলের মতো যে কোনও ক্যারিয়ার তেল। তার সঙ্গে ২ থেকে ৫ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল ভালভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি সরাসরি মাথার ত্বকে (স্ক্যাল্পে) আলতোভাবে ম্যাসাজ করতে হবে। আঙুলের ডগা দিয়ে ৫-১০ মিনিট ধরে বৃত্তাকারে ম্যাসাজ করুন, যাতে রক্ত সঞ্চালন বাড়ে। এই তেলটি কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা চুলে রেখে দিতে পারেন। ভাল ফল পাওয়াক জন্য অনেকে রাতে মেখে পরদিন শ্যাম্পু করেন।
চাইলে রোজমেরি তেল শ্যাম্পুর সঙ্গেও মাথায় মাখতে পারেন। এর জন্য আবার প্রতিদিনের ব্যবহার করা শ্যাম্পু বা কন্ডিশনারের বোতলে রোজমেরি তেল মেশাবেন না। যখন শ্যাম্পু করবেন, ঠিক তখন হাতের তালুতে প্রয়োজনীয় শ্যাম্পু নিয়ে তাতে ২ থেকে ৩ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। শ্যাম্পু করার সময়ও আলতো করে ম্যাসাজ করুন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে তেল চুলে অতিরিক্ত চিটচিটে ভাব তৈরি করবে না।
এ বার প্রশ্ন হল এই তেল কখন মাখবেন?
প্রতিদিন: চুল পড়ার সমস্যা খুব বেশি হলে, প্রতিদিন শ্যাম্পুর সঙ্গে ২ ফোঁটা করে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
সপ্তাহে ২-৩ বার: নিয়মিত চুলের যত্নের জন্য সপ্তাহে দুই বা তিনবার ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
রোজমেরি তেলের উপকারিতা রাতারাতি দেখা যায় না। চুল বৃদ্ধির যে কোনও প্রাকৃতিক উপাদানের মতোই এটি কাজ করতে ৪ থেকে ৬ মাস সময় নিতে পারে। তাই নিয়মিত ব্যবহার চালিয়ে যাওয়া জরুরি। রোজমেরি তেল ব্যবহার করার পর যদি স্ক্যাল্পে অতিরিক্ত জ্বালা বা অ্যালার্জি হয়, তা হলে এটি ব্যবহার বন্ধ করে দিতে হবে। এই তেলটি চোখে বা মুখের ভেতরের অংশে যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থায় বা অন্য কোনও গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
