Royal Enfield: বুলেট, ক্লাসিক অতীত! বাজার কাঁপাতে আসছে Royal Enfield-এর নতুন বৈদ্যুতিন বাইক, দেখে নিন সব ছবি

Royal Enfield: প্রকাশ্যে এসেছে Royal Enfield Flying Flea C6 বৈদ্যুতিন বাইকের লুক। কবে বাজারে আসতে চলেছে এই বাইক? কী কী রয়েছে Royal Enfield-এর বৈদ্যুতিন বাইকে?

Royal Enfield: বুলেট, ক্লাসিক অতীত! বাজার কাঁপাতে আসছে Royal Enfield-এর নতুন বৈদ্যুতিন বাইক, দেখে নিন সব ছবি
Follow Us:
| Updated on: Nov 09, 2024 | 5:37 PM

আপনিও কি বাইক ভালবাসেন? তাও আবার Royal Enfield লাভার? তাহলে কিন্তু আপনার জন্য এল বড় সুখবর। শীঘ্রই Royal Enfield-বাজারে নিয়ে আসতে চলেছে তাঁদের নতুন বৈদ্যুতিন বাইক।

প্রকাশ্যে এসেছে Royal Enfield Flying Flea C6 বৈদ্যুতিন বাইকের লুক। কবে বাজারে আসতে চলেছে এই বাইক? কী কী রয়েছে Royal Enfield-এর বৈদ্যুতিন বাইকে?

সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত EICMA 2024 অনুষ্ঠানে লঞ্চ করা হয়েছে নতুন বৈদ্যুতিন বাইক Royal Enfield Flying Flea C6। এতদিন ইভি সেগমেন্টে কোনও বাইক ছিল না এই সংস্থার। কিন্তু এই বাইক লঞ্চের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিন বাইকের বাজারেও পা রাখল ভারতীয় বাইক প্রস্তুতকারী সংস্থা।

নতুন Royal Enfield Flying Flea C6-এ রয়েছে গোল হেডল্যাম্প, লং ফেন্ডার, গার্ডার ফ্রন্ট ফর্ক। থাকছে অ্যালয় হুইল, গোলাকার আয়না। তবে বৈদ্যুতিন বাইকের চাকায় একটু সরুর উপরে।

নতুন বাইকে থাকছে এলইডি লাইট প্যানেল। এলইডি লাইটিং, এলইডি টার্ন সিগন্যাল বা ইনডিকেটর, এবং ডিজিটাল টিএফটি সার্কুলার ইন্সট্রুমেন্ট কনসোল। থাকতে চলেছে ব্লুটুথ কানেকশন এবং নেভিগেশনের সাপোর্টের মতো একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা। থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকের ইঞ্জিনের পাওয়ার কত, বাইকের আর কি কি সুযোগ সুবিধা থাকছে, সে সমন্ধে এখনও বেশি কিছুই জানা যায়নি। তবে আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যেই Royal Enfield বাজারে আনতে পারে তাঁদের নতুন বৈদ্যুতিন বাইক।

কয়েকদিন আগেই পড়শি দেশ বাংলাদেশেও নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে Royal Enfield। বাংলাদেশে Royal Enfield লঞ্চ করার সঙ্গে সঙ্গেই সারা ফেলে দিয়েছে। প্রথম দিন থেকেই সাধের বাইক কেনার জন্য শোরুমের সামনে লাইন দেওয়ার ছবি দেখা গিয়েছে সমাজমাধ্যমে। এবার বৈদ্যুতিন বাইকের বাজারে পা রেখেও আর এক চমক দিল সংস্থা।