AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cool Roof Technology: এসি ছাড়াই বরফের মতো ঠান্ডা থাকবে ঘর! শুধু বাড়ির ছাদে করুন কাজ

Cool Roof Technology: এই বিশেষ পদ্ধতিতে এমন ভাবে ছাদের ডিজাইন করা হয় যাতে সূর্যের আলো তা শোষণ না করে। বেশিরভাগ সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যায়। যা বাড়ির ভেতরের অংশকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Cool Roof Technology: এসি ছাড়াই বরফের মতো ঠান্ডা থাকবে ঘর! শুধু বাড়ির ছাদে করুন কাজ
Follow Us:
| Updated on: May 19, 2025 | 1:41 PM

এই সাঙ্ঘাতিক গরমের হাত থেকে বাঁচতে বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। বিভিন্ন বাস টার্মিনাল থেকে শুরু করে সরকারি ভবনকে গরমের এই দাবানলের হাত থেকে বাঁচাতে এবং গরমে সামান্য স্বস্তি দিতে নতুন প্রযুক্তির ব্যবহারের ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই সব বাড়ির বা বাস টার্মিনালের ছাদে কুল রুফ টেকনলজির ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। বিবেকানন্দ বাসস্টপ, আনন্দ বিহার বাসস্টপ টার্মিনাল, মহারানা প্রতাপ বাস টার্মিনাল, কাশ্মীরি গেট এবং দিল্লি সেক্রেটারিয়েটের অফিসে এই প্রযুক্তির ব্যবহার করা হবে।

যার ফলে ঠান্ডা থাকবে অন্দরের পরিস্থিতি। কী ভাবে কাজ করে কুল রুফ টেকনলজি?

এই বিশেষ পদ্ধতিতে এমন ভাবে ছাদের ডিজাইন করা হয় যাতে সূর্যের আলো তা শোষণ না করে। বেশিরভাগ সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যায়। যা বাড়ির ভেতরের অংশকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সূর্যের আলো প্রতিফলিত হয়ে যায় বলে, ছাদ খুব একটা তাপ শোষণ করতে পারে না। ফলে সামগ্রিক তাপমাত্রা কম থাকে।

এই কৌশলে বিশেষ উপকরণ ব্যবহার করা হয় যা সূর্যের আলোতে উপস্থিত অতিবেগুনী (UV) রশ্মিকেও প্রতিফলিত করে। এই ধরনের ছাদ তাপ প্রতিফলিত করতে অত্যন্ত দক্ষ। যেটুকু তাপ শোষণ করে তাও দ্রুত বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। ফলে সাধারণ ছাদের তুলনায় কম থাকে তাপমাত্রা।

এই প্রযুক্তির সুবিধা কী?

বাড়ি-ঘরের তাপের পরিমাণ অনেকটা কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে এয়ার কন্ডিশনারের প্রয়োজন পড়ে না। যার বিদ্যুতের যথেষ্ট সাশ্রয় হয়। শুধু তাই নয়, এই পদ্ধতিতে এসির মতো অতটা পরিবেশ দূষণ হয় না। তাই অনেকটাই পরিবেশ বান্ধব।

কী ভাবে তৈরি করা হয় কুল রুফ টেকনোলজি?

ফাইবারগ্লাস ওয়েব অ্যাসফল্ট শিংগ্লেস ব্যবহার করে সাধারণ ছাদকেও অতি সহজে শীতল ছাদে রূপান্তর করা যেতে পারে। এই শিংগ্লেস এক ধরনের সিরামিক আবরণ থাকে। যা সূর্যের তীব্র রশ্মিকে প্রতিফলিত করে। এছাড়াও, কাঠের শিংগ্লেস, পলিমার শিংগ্লেস, মাটির টাইলস, কংক্রিট টাইলস এবং স্লেট টাইলসের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয় ছাদকে রূপান্তর করতে।

ধাতব শিংগ্লেস বা টাইলসও একটি বিকল্প। এই শিংগ্লেসগুলি কেবল কার্যকরভাবে সূর্যের রশ্মিকেই প্রতিফলিত করে না বরং অন্তরক হিসেবেও কাজ করে। বাড়ির দেওয়ালে তাপ পৌঁছাতে বাধা দেয় এবং অন্দরমহলকে ঠান্ডা রাখে।