রকমারি ইংলিশ ব্রেকফাস্ট, সঙ্গে মিষ্টিমুখ, খাবেন নাকি?
অন্যরকম ডিশ ট্রাই করার জন্যও এই আবহাওয়া আপনাকে সঙ্গ দেবে।
শহরে শীত হাজির। এই সময়ই তো রকমারি খাবারে ভরে থাকবে মেনু। একটু অন্যরকম ডিশ ট্রাই করার জন্যও এই আবহাওয়া আপনাকে সঙ্গ দেবে। ঘুম ভাঙা ভোরে যদি নতুন রকম ব্রেকফাস্টের (Breakfast) সন্ধান চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে পার্কস্ট্রিটের ‘দ্য লর্ডস অ্যান্ড ব্যারনস’।
শৌখিন বাঙালি শীত রোদ গায়ে মেখে ইংলিশ ব্রেকফাস্ট করতে পছন্দ করেন। এই রেস্তোরাঁ আপনাকে অফার করবে এগস বেনেডিক্স, ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার, এগস ফ্লোরেনটাইনের মতো পদ। ক্রিসপি বেকন স্ট্রিপস, সিজলিং সসেজ, ফ্রায়েড এগস, হ্যাশ ব্রাউনস, বিনস, মাশরুমস, টোম্যাটো এবং টোস্টের মতো চেনা মেনুতেও মুখ বদলে নিতে পারেন। এর সঙ্গে হেলদি জুস হলে মন ভাল হবে নিশ্চিত।
আপনি সপরিবার পৌঁছে যেতে পারেন এই রেস্তোরাঁয়। সেখানে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী কন্টিনেন্টাল ব্রেকফাস্ট প্ল্যাটার, হেলদি ব্রেকফাস্ট প্ল্যাটার, চিজি প্ল্যাটার বেছে নিতে পারেন। এখানকার স্পেশালিটি এগন বেনেডিক্ট এবং এগ ফ্লোরেনটাইন।
আরও পড়ুন, শীতে সুস্থ থাকতে মেনুতে এই সব খাবার রাখতেই হবে
শেষপাতে মিষ্টিমুখ মাস্ট। সেক্ষেত্রে ডেজার্ট প্ল্যাটার বেছে নিতে পারেন। অথবা চকোলেট ব্রাউনি, রেড ভেলভেট সুইস রোল, লেমন টার্ট, কুকি প্ল্যাটার, মাফিন প্ল্যাটার আপনার জন্য আদর্শ। বাড়িতে তৈরি কুকিজ ভ্যানিলা আইসক্রিম দিয়ে অভিনব ভাবে পরিবেশন করা হয়। সেটাও একবার চেখে দেখতে পারেন।
আরও পড়ুন, ওজন কমাতে চান? ডিনারে এই কয়েকটা অভ্যেস তৈরি করুন
রেস্তোরাঁর তরফে স্বরলিপি দাশগুপ্ত বলেন, “আমরা পকেট ফ্রেন্ডলি দামে অতিথিদের ব্রেকফাস্ট খাওয়াতে চাই। পার্কস্ট্রিট চত্বরে ব্রেকফাস্টপ্রেমীদের জন্য নতুন কিছু করতে চাই বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” মেনুতে অপশন প্রচুর। কোনটা বেছে নেবেন, সেটা এবার আপনার হাতে।