Pet Travel Tips: পুজোর ছুটিতে পোষ্যকে নিয়েই ঘুরতে যাওয়ার প্ল্যান? কোন কোন কথা মাথায় রাখা জরুরি?
Durga Puja Travel: মানুষের মতো নয়, পোষ্যের কিছু আলাদা চাহিদা থাকে। তাই পুজোর ভিড়ে বেরোনোর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার প্রিয় পোষ্য যেমন আরামে থাকবে, তেমনি আপনিও নিশ্চিন্ত মনে আনন্দ উপভোগ করতে পারবেন।

দুর্গাপুজো মানেই লম্বা একটা ছুটি। আর এই ছুটিটার জন্যই সারাবছর অপেক্ষায় থাকেন অনেকে। এই সময়ে পরিবারের সঙ্গে বেড়িয়ে পড়েন ঘুরতে। তবে পরিবারেরই গুরুত্বপূর্ণ সদস্য আমাদের পোষ্য—হোক কুকুর, বিড়াল বা অন্য প্রাণী। পুজোর ক’দিন বাইরে বেড়াতে গেলে তাদের সঙ্গেই যেতে হয় অনেক সময়। কিন্তু মানুষের মতো নয়, পোষ্যের কিছু আলাদা চাহিদা থাকে। তাই পুজোর ভিড়ে বেরোনোর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার প্রিয় পোষ্য যেমন আরামে থাকবে, তেমনি আপনিও নিশ্চিন্ত মনে আনন্দ উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষা আগে করিয়ে নিন – ভ্রমণে বেরোনোর অন্তত এক সপ্তাহ আগে পশুচিকিৎসকের কাছে নিয়ে গিয়ে হেলথ চেক-আপ করানো জরুরি। টিকা আপ-টু-ডেট আছে কিনা, পোকামাকড় বা কৃমির ওষুধ নেওয়া হয়েছে কিনা—এসব নিশ্চিত করে নিন। এতে ভ্রমণকালীন অসুবিধা কম হবে।
ভ্রমণ উপযোগী ক্যারিয়ার বা লীশ – আপনার পোষ্যকে নিরাপদে বহন করার জন্য সঠিক আকারের ক্যারিয়ার ব্যবহার করুন। কুকুর হলে ভালো মানের লীশ বা হারনেস নিন। গাড়িতে ভ্রমণের সময় ক্যারিয়ারে রাখলে সে আরামে বসতে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমে।
খাবার ও জল সঙ্গে নিন – পোষ্যের নিয়মিত খাবার সঙ্গে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে গেলে সবসময় পরিচিত খাবার পাওয়া নাও যেতে পারে। তাই শুকনো ডগ ফুড বা ক্যাট ফুড, হালকা খাবার, এবং যথেষ্ট পরিমাণে পরিষ্কার জল সঙ্গে নিন। একটি ভাঁজ করা বাটি রাখলে যেকোনও সময় খাওয়ানো সহজ হবে।
প্রয়োজনীয় ওষুধপত্র – পোষ্যের যদি নিয়মিত কোনও ওষুধ থাকে তবে তা সঙ্গে নিতে ভুলবেন না। হঠাৎ বমি, ডায়রিয়া বা অ্যালার্জির সমস্যা হলে ব্যবহারের মতো সাধারণ ওষুধ ভেটেরিনারির পরামর্শমতো রাখুন। ছোট্ট ফার্স্ট-এইড কিট থাকলে ভালো।
আরামদায়ক জিনিসপত্র – ভ্রমণে পোষ্যের মানসিক স্বস্তির জন্য তার প্রিয় কম্বল, খেলনা বা বিছানা সঙ্গে রাখুন। পরিচিত গন্ধ পেলে সে নতুন জায়গাতেও নিরাপদ অনুভব করবে।
জায়গা বাছাই করার সময় সতর্ক থাকুন – সব জায়গা পোষ্যবান্ধব নয়। তাই প্যান্ডেল হপিং বা হোটেল বুক করার আগে খোঁজ নিন সেখানে পোষ্য নিয়ে যাওয়া যাবে কিনা। ভিড়ভাট্টা বা অতিরিক্ত শব্দ (ঢাক, ডিজে ইত্যাদি) পোষ্যের জন্য মানসিক চাপ তৈরি করতে পারে। তাই শান্ত পরিবেশে থাকার চেষ্টা করুন।
পরিচয় চিহ্ন জরুরি – পোষ্যের গলায় নাম, মালিকের ফোন নম্বর ও ঠিকানা লেখা ট্যাগ বা কলার লাগিয়ে দিন। ভিড়ে হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা – পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে সঙ্গে ওয়েস্ট ব্যাগ, টিস্যু, স্যানিটাইজার রাখুন। এতে পরিবেশও নোংরা হবে না, আর অন্যরাও বিরক্ত হবে না।
দীর্ঘ সময় বাইরে না রাখা – পুজোর ভিড়ে অতিরিক্ত গরম বা শব্দে পোষ্য অস্বস্তি বোধ করতে পারে। তাই খুব বেশি সময় বাইরে না রেখে মাঝেমধ্যে হোটেল বা বাড়িতে বিশ্রামের সুযোগ দিন।
