পাখি ভালবাসলে আপনার ডেস্টিনেশন পূর্বস্থলী পাখিরালয়
হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে পূর্বস্থলী যেতে পারেন। সেখান থেকে পৌঁছে যান চুপির চ
করোনা আবহে গত এক বছর বেড়াতে যাননি অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়েছে কড়া ভাবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে গোটা বিশ্ব। অন্তত এমনটাই মনে করছেন চিকিৎসকদের বড় অংশ। তাই কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে সব মহলে। তবুও কয়েকটা দিন একঘেয়ে কাজ থেকে মুক্তির জন্যই বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন অনেকে। আপনি যদি দূরে কোথাও যাওয়ার ঝুঁকি নিতে না চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে পূর্বস্থলী।
পাখি ভালবাসেন না, এমন মানুষ সত্যিই খুব কম। পাখি দেখতে হলে পূর্বস্থলী পাখিরালয় আপনার আদর্শ বেড়ানোর জায়গা হতে পারে। নানা রকম পাখির যেন মেলা বসে। কলকাতার খুব কাছের এই জায়গা যে দিন যাবেন, সে দিনও ফিরে আসতে পারেন। আবার চাইলে একদিন থাকতেও পারেন।
হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে পূর্বস্থলী যেতে পারেন। সেখান থেকে পৌঁছে যান চুপির চর। স্টেশনে নেমে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। রিকশাতেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। শীতকালে পরিযায়ী পাখির দেখা মেলে। গরমের সময় স্বাভাবিক কারণেই পাখির সংখ্যা কম। তবে নৌকো ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। অনেকে আবার পিকনিকের উদ্দেশ্যেও বেছে নেন এই স্থান।
আরও পড়ুন, বেড়াতে যাওয়ার আগে সিনিয়র সিটিজেনরা কী কী মনে রাখবেন?
বর্ধমানের অন্যতম পর্যটন কেন্দ্র পূর্বস্থলীতে থাকার পরিকল্পনা করলে আগে থেকে খোঁজ নিয়ে যাওয়াই ভাল। এ ছাড়া করোনা পরিস্থিতিতে কী কী সুবিধে পাওয়া যেতে পারে, তাও আগে থেকে জেনে নিন। বন্ধুরা অথবা সপরিবারের উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে এই স্থান।