Dating Place: পাব বা ক্যাফের বদলে ডেটে যান শহরের এই ৫ জায়গায়, নিভৃতে সময় কাটাতে পারবেন এখানে
Kolkata: শীতের আমেজ গায়ে মেখে ডেটে যাবেন। কিন্তু কোনও পাব বা ক্যাফেতে যেতে আপনারা ইচ্ছুক নন। জোরে-জোরে গান, খাওয়া-দাওয়ার মাঝে কথা বলা যায় না। তাই খুঁজছেন নিরিবিলি জায়গা, যেখানে বসে দু'দণ্ড মনের কথা বলা যাবে। এমন জায়গার অভাব কলকাতার শহরে নেই। শুধু জানতে হবে সঠিক ঠিকানা।

ডেটিং অ্যাপে আলাপ। বেশ কিছু দিন ধরে চলছে হোয়াটস অ্যাপে চ্যাটিং, ফেসবুকের মিম পোস্টে একে-অপরকে ট্যাগিং আর মাঝেমধ্যে রাত জেগে ফোনে কথা বলা। এবার এসেছে সামনাসামনি বসে আড্ডা দেওয়ার পালা। সহজ কথায়, শীতের আমেজ গায়ে মেখে ডেটে যাবেন। কিন্তু কোনও পাব বা ক্যাফেতে যেতে আপনারা ইচ্ছুক নন। জোরে-জোরে গান, খাওয়া-দাওয়ার মাঝে কথা বলা যায় না। তাই খুঁজছেন নিরিবিলি জায়গা, যেখানে বসে দু’দণ্ড মনের কথা বলা যাবে। এমন জায়গার অভাব কলকাতার শহরে নেই। শুধু জানতে হবে সঠিক ঠিকানা।
সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি: কবরস্থানে প্রথম দেখা! শুনতে রোমাঞ্চকর লাগছে? আবার গা ছমছম অনুভূতিও হবে ভাবছেন? বাইরের কোলাহল ভিতরে এসে পৌঁছায় না। যদি আপনারা ইতিহাসপ্রেমী হন এবং স্থাপত্য বিষয়ে উৎসুক হয়ে থাকেন, চলে যান সোজা মল্লিক বাজারের সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। ১৭৬৭ সাল থেকে ১৮৩০ সাল এই সেমিট্রি ব্যবহার হত। এখন এখানে গেলে দেখতে পাবেন অনেক যুগলই নিভৃতে ভাল সময় কাটাচ্ছেন।
রবীন্দ্র সরোবর: শীতের আমেজ গায়ে মেখে দুপুরবেলা বসে থাকতে পারেন রবীন্দ্র সরোবরে। এই মরশুমে রবীন্দ্র সরোবরে পরিযায়ী পাখিদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে বসেও আপনি কাটাতে পারেন কোয়ালিটি টাইম।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যান: কলকাতা ও পার্শ্ববর্তী শহরে থাকা প্রেমিক-প্রেমিকারা একবার হলেও প্রেম করেছেন ভিক্টোরিয়ার সামনে বসে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বড় পুকুরের সামনে ও সাজানো-গোছানো বাগানে বসে মনের কথা বলতে পারবেন। আবার হাতে হাত রেখেও হাঁটতে পারেন ভিক্টোরিয়ার বাগানে। তার সঙ্গে ঘুরে দেখতে পারেন জাদুঘরও।
প্রিন্সেপ ঘাট: গ্রিক ও গথিক শৈলীতে তৈরি স্মৃতিস্তম্ভ এবং গঙ্গার ঘাটে বসে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য সেরা জায়গা প্রিন্সেপ ঘাট। ভিড়ভাট্টা এড়াতে চাইলে নৌকা ভাড়া করে নিয়ে গঙ্গাবক্ষেও যেতে পারেন দু’জনে। চাইলে নৌকায় বসেই দেখতে পারেন সূর্যাস্ত। প্রিন্সেপ ঘাট পছন্দ না হলে যেতে পারেন উত্তর কলকাতার ঘাটগুলোতেও। শোভাবাজার, আহিরীটোলা কিংবা কুমোরটুলির ঘাটে বসেও প্রেম করতে পারেন শীতের দুপুরে।
ময়দান চত্বর: প্রকৃতির কাছাকাছি একান্তে সময় কাটাতে চাইলে চলে যান গড়ের মাঠে। বাদাম ভাজা আর লেবু চা খেতে-খেতে প্রেম জমে উঠবে। ব্যস্ত শহরের কোলে বসে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন এখানে।





