Hidden Cameras In Hotel Room: সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হোটেল রুম বুক করেছেন, গোপন ক্যামেরার হাত থেকে বাঁচবেন কীভাবে?
Hassel Free Travel: গোপন ক্যামেরা ব্যবহার করে ভিডিয়ো রেকর্ডিংয়ের ঘটনা নতুন বিষয় নয়। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হতে কেউ চায় না।
এয়ারবিএনবি, হোমস্টে বেড়াতে যাওয়ার সংজ্ঞাই বদলে দিয়েছে। প্রিয়জনের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে এখন অনেকেই এয়ারবিএনবি বেছে নিচ্ছেন। কম খরচে মনের মতো জায়গা পাওয়া যাচ্ছে। সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাতে বাড়তি খরচ করে রেস্তোরাঁর অর্ধেক অংশ বুক করার আর কোনও প্রয়োজন পড়ে না। অ্যাপ খুলে একটা রুম বুক করে নিলেই যথেষ্ট। তারপর নিজের মতো করে সাজিয়ে নিন গোটা ঘর। কিন্তু আপনি যে রুম ভাড়া করছেন সেখানে কোনও গোপন ক্যামেরা বসানো নেই তো? গোপন ক্যামেরা ব্যবহার করে ভিডিয়ো রেকর্ডিংয়ের ঘটনা নতুন বিষয় নয়। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হতে কেউ চায় না। কিন্তু হোটেল রুমে গোপন ক্যামেরা রয়েছে কি না তা বুঝবেন কীভাবে?
১) হোটেল রুম ভাল করে পরিদর্শন করুন
হোটেল রুম ভাল করে পরিদর্শন করে তারপর চেক ইন করুন। ঘরের মধ্যে থাকা টেবিল ল্যাম্প, কোনও ঘর সাজানোর বস্তু, দেওয়ালে টাঙানো কোনও ছবি ইত্যাদি ভাল করে খুঁটিয়ে দেখুন। ঘরের সাজসরঞ্জামের পিছনেই বেশির ভাগ সময় ক্যামেরাগুলি লাগানো থাকে। ঘরে যদি টিভি, সেট-টপ বক্স কিংবা স্পিকার থাকে তাহলে ভাল করে পরীক্ষা করুন। এই ধরনের বস্তুর পিছনে গোপন ক্যামেরা বসানো থাকতে পারে।
২) টু ওয়ে মিরর টেস্ট
গোপন ক্যামেরাগুলি আয়নার আশপাশে বা পিছনে লুকিয়ে রাখা থাকে। এক্ষেত্রে আপনি টু ওয়ে মিরর টেস্টের সাহায্য নিতে পারেন। ঘরের এবং বাথরুমের আয়না পরীক্ষা করুন। কীভাবে এই স্টেট করবেন? আয়নার ওপর আঙুল রাখুন। নখের ডগা রাখবেন। যদি আপনার আঙুল ও প্রতিফলিত ছবির আঙুলের মধ্যে ফাঁক থাকে তাহলে ভয়ের কোনও কারণ নেই। এটা সাধারণ আয়না। কিন্তু যদি দেখেন আপনার আঙুল সরাসরি প্রতিফলিত ছবির আঙুলকে স্পর্শ করেছে, তাহলে সাবধান হওয়া জরুরি। ওই আয়নার পিছনে গোপন ক্যামেরা বসানো আছে।
৩) স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করুন
বেশিরভাগ ক্যামেরার লেন্সে ক্ষুদ্রতম আলো ধরা ধরে। সুতরাং, এক্ষেত্রে আপনি ট্রিকক্স কাজে লাগাতে পারেন। হোটেল রুমে ঢুকে সব আলো নিভিয়ে দিন। স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট অন করুন। যদি আপনার ফোনে কোনও প্রতিচ্ছবি ধরা পড়ে তাহলে সাবধান হয়ে যান। সেখানে কোনও গোপন ক্যামেরা বসানো রয়েছে। এভাবে আপনি বাথরুমে কোনও ক্যামেরা রয়েছে কি না পরীক্ষা করতে পারেন।
৪) টিভির ভিতরে থাকতে পারে গোপন ক্যামেরা
সিগন্যাল ও ট্রান্সমিশনের জন্য টিভি এবং সেট-টপ বক্সের লাইট সবসময় জ্বলতে থাকে। তাই অপরাধী এই ধরনের জায়গা বেছে নিতে পারে গোপন ক্যামেরা বসানোর জন্য। এক্ষেত্রেও আপনি স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে পরীক্ষা করতে পারেন। সেখানে কোনও আলোর প্রতিচ্ছবি দেখতে পেলে তৎক্ষণা পদক্ষেপ গ্রহণ করুন।
৫) মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্য নিন
এমন অনেক মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যা আপনার ঘরে থাকা ডিভাইসের কথা জানান দিতে পারেন। সেই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন। হোটেল রুমে প্রবেশ করে ওই মোবাইল অ্যাপ্লিকেশন অন করে যাচাই করে নিন ঘরে কোনও গোপন ক্যামেরা রয়েছে কি না।