Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India to Thailand: থাইল্যান্ডের প্ল্যান করছেন? দু’চাকা নিয়ে বেড়িয়ে পড়ুন ব্যাংককের উদ্দেশ্যে

International Road Trip: কথায় রয়েছে, 'Don't worry about the destination. Enjoy the journey.' এটাই অক্ষরে-অক্ষরে মিলে যায় সড়ক পথে ভারত থেকে থাইল্যান্ড ভ্রমণে।

India to Thailand: থাইল্যান্ডের প্ল্যান করছেন? দু'চাকা নিয়ে বেড়িয়ে পড়ুন ব্যাংককের উদ্দেশ্যে
ভারত থেকে সড়ক পথে থাইল্যান্ড পৌঁছে যান... Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 3:00 PM

লং ড্রাইভ, বাইক রাইড, সড়ক পথে ভ্রমণের ইচ্ছা কমবেশি সকলের থাকে। কিন্তু তা বলে সড়ক পথে ভারত থেকে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছেন কখনও? শুনতে অবাক লাগছে? কিন্তু অসম্ভব নয়। পাসপোর্ট এবং জরুরি নথি সঙ্গে রাখলে আপনি ভারত থেকে থাইল্যান্ড যেতে পারবেন, আর সেটাও সড়ক পথে। থাইল্যান্ড বরাবরই ভারতীয়দের পছন্দের ইন্টারন্যাশানাল ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি। ভিসা নিয়ে বেশি ঝামেলা নেই। তার উপর খরচও বাজেটের মধ্যে। আর এক সপ্তাহে অনায়াসে ঘুরে নেওয়া যায় থাইল্যান্ড। কিন্তু এগুলো সবই যদি বিমানের সাহায্যে যাতায়াত করেন। সড়ক পথে প্রবেশপত্র থেকে বাজেট পুরোটাই কিন্তু বেশ ঝক্কির। তবে, ইন্ডিয়া টু থাইল্যান্ডের প্রতি মোড়ে রয়েছে অ্যাডভেঞ্চার।

১ নং এশিয়ান হাইওয়ের মাধ্যমে আপনি ভারত থেকে থাইল্যান্ড পৌঁছে যেতে পারেন। পথে পড়বে মায়ানমার। মায়াওয়াদ্দি-থিংগান নিয়নং-কাওকারেক এই সড়ক পথটি আপনার ইন্ডিয়া টু থাইল্যান্ড রোড ট্রিপের অংশ। ভারত থেকে থাইল্যান্ডের দূরত্ব প্রায় ৪৪৭৮ কিলোমিটার। বাইক কিংবা গাড়িতে এই রাস্তা অতিক্রম করতে আপনার প্রায় সময় লাগবে ৮০ ঘণ্টা।

ইচ্ছা হল আর বাইক নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন, সেটা কিন্তু করা সম্ভব নয়। বিমানে থাইল্যান্ড যেতে এবং সেখানে ঘুরতে যা সময় লাগে, তার চেয়ে অনেক বেশি সময় লাগবে সড়ক পথে থাইল্যান্ড পৌঁছাতে। থাইল্যান্ড ভ্রমণের জন্য ভারতীয়দের ভিসা পেতে ঝক্কি পোহাতে হয় না। কিন্তু সড়ক পথে থাইল্যান্ড গেলে আপনাকে একাধিক নথি সঙ্গে রাখতে হবে। সর্বোপরি আপনার প্রয়োজন একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP)। এটা না থাকলে আপনি দেশের বাইরে গাড়ি চালাতে পারবেন না।

যদিও মায়ানমারে গাড়ি চালানোর জন্য ভারতীয়দের IDP-এর প্রয়োজন নেই, তবু এটা আপনাকে সঙ্গে রাখতেই হবে। তবে, ভারতীয় হিসেবে মায়ানমারে প্রবেশ করলে এবং সীমান্তে গাড়ি চালানোর জন্য আপনার টুরিস্ট ভিসা এবং একটি কারনেট পাস জরুরি। এশিয়ান হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় প্রতিটা চেকপোস্টে আপনাকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্রবেশের অনুমতি পত্র দেখাতে হবে।

এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, ইন্ডিয়া টু থাইল্যান্ডের সড়ক পথ অ্যাডভেঞ্চারে ভরা। যাঁরা রোড ট্রিপ করতে ভালবাসেন কিংবা ভ্রমণ যাঁদের নেশা, তাঁরা সব সময় মুখিয়ে থাকেন এই ধরনের ভ্রমণের খোঁজে। এই ধরনের রোড ট্রিপে কেউ গন্তব্যের পরোয়া করে না। এসব ক্ষেত্রে আসল মজা লুকিয়ে রাস্তাতেই। কথায় রয়েছে, ‘Don’t worry about the destination. Enjoy the journey.’ এটাই অক্ষরে অক্ষরে মিলে যায় সড়ক পথে ভারত থেকে থাইল্যান্ড ভ্রমণে।