AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dubai: অভিনব! হেলিপ্যাড-সহ বিলাসবহুল ভাসমান রিসর্ট তৈরি করছে দুবাই

শুধু তাই নয়, দীর্ঘতম লিফট ও আকাশচুম্বি অট্টালিকা রয়েছে। এই রেকর্ডের পর আবার সবাই তাক লাগিয়ে ও পিছনে ফেলে দুবাই বিশ্বের প্রথম ভাসমান রিসর্ট তৈরি করতে চলেছে।

Dubai: অভিনব! হেলিপ্যাড-সহ বিলাসবহুল ভাসমান রিসর্ট তৈরি করছে দুবাই
বিলাসবহুল ভাসমান রিসর্ট তৈরি করছে দুবাই
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 5:35 PM
Share

চাকচিক্যপূর্ণ শপিংমল, প্রাচুর্য ও বিলাসিতাময় গন্তব্যস্থলের আরেক নাম দুবাই। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বি অট্রালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জসহ নানা কারণে দুবাই ভ্রমণ-প্রিয়দের পছন্দের শীর্ষে। মরুভূমির দেশ দুবাই পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শহর।

এই শহরে কি নেই! বিশ্বের দামি ও বিলাসবহুল হোটেল, উচ্চতম হোটেল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বিশ্বের একনম্বরে স্থান অর্জন করে চলেছে। ইতোমধ্য়েই বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল, বৃহত্তম মলগুলি এখানে অবস্থিত। শুধু তাই নয়, দীর্ঘতম লিফট ও আকাশচুম্বি অট্টালিকা রয়েছে। এই রেকর্ডের পর আবার সবাই তাক লাগিয়ে ও পিছনে ফেলে দুবাই বিশ্বের প্রথম ভাসমান রিসর্ট তৈরি করতে চলেছে। যেটি আগামী ২০২৩ সালের মধ্যেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কেম্পিনস্কি ফ্লোটিং প্যালেস

দুবাইের জুমেইরাহ বিচ রোডে জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছেই এই কেম্পিনস্কি ফ্লোটিং প্যালেসটি তৈরি করা হয়েছে। বিলাসবহুল এই ভাসমান রিসর্টটিতে কী কী রয়েছে তা জানলে চোখ কপালে উঠতে পারে। ১৫৬টি অত্যাধুনিক রুম ও স্যুটি ও একটি প্রধান ভাসমান ভবন রয়েছে। রিসর্টটির আরেকটি বৈশিষ্ট্য হল এখানে ১২টি এক্সক্লুসিভ ভিলা যগুলি শুধু ভাসবেই না, হাউসবোটের মতো ঘুরেও বেড়াবে এক জায়গা থেকে অন্যত্র।

ভিলায় থাকবে দুটি তল, তার মধ্যে একটিতে থাকবে প্যানোরামিক জানলা। ছাদে ও ইনফিনিটি পুল থাকবে তাতে। অতিথিরা দুই, তিন, চারটি গেস্ট বেডরুম থেকে বেছে নিতে পারেন। বিলাগুলির প্রতিটি স্মার্ট হোম প্রযুক্তির সঙ্গে সম্পূর্ণ ইন্টিরিওর থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া রিসর্টের পরিবেশ ইকো-ফ্রেন্ডলি ও সোলার প্যানেল করার জন্য ডিজাইন করা হয়েছে।

পাঁচতারা এই সম্পত্তিতে অন-সাইট রেস্তোরাঁ ও বার, একটি স্পা ও একাধিক পুলও থাকবে। অতিথিদের সুবিধার জন্য বুটিক শপ, ভোজনের আলাদা এলাকার ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। ভাসমান রিসর্টটিতে একটি কাচের পিরামিড-সহ চারটি অংশ রয়েছে, যা তাদের মাঝখানের অংশের সঙ্গে সংযুক্ত। শুধু তাই নয়, রিসর্টটি একটি ভাসমান হেলিপ্যাড ও ১৬টি ইয়াট পর্যন্ত পার্কি করতে পারবে এমন ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: Beautiful Lakes In India: শীতকালে দেশের সবচেয়ে সুন্দর ও মনোরম হৃদ কোনগুলি, জানুন