Long Drive: শীতের আমেজ গায়ে মেখে লং ড্রাইভে যাবেন? সঙ্গে যা কিছু নিতে ভুলবেন না…
Things to Carry: অবশেষে বঙ্গে শীতের আমেজ। ৩ দিন পর রোদ ঝলমলে আকাশ। গায়ে পাতলা সোয়েটার চাপাচ্ছে বাঙালি। তার সঙ্গে উইকএন্ড। এমন আবহাওয়া ঘরে বসে থাকতে কার মন চায়! গাড়ি নিয়ে বেরোতে পারেন জয়পুরের জঙ্গল কিংবা তাজপুরের সমুদ্রতটের উদ্দেশ্যে।

অবশেষে বঙ্গে শীতের আমেজ। ৩ দিন পর রোদ ঝলমলে আকাশ। গায়ে পাতলা সোয়েটার চাপাচ্ছে বাঙালি। আজ কলকাতার পারদ নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। তার সঙ্গে উইকএন্ড। এমন আবহাওয়া ঘরে বসে থাকতে কার মন চায়! হঠাৎ করে দূরভ্রমণের পরিকল্পনা করা যায় না। শেষ মুহূর্তে টিকিট কাটা, হোটেল বুকিং সম্ভব নয়। আর এটা বেশ খরচসাপেক্ষ। কিন্তু গ্যারেজে পড়ে থাকা গাড়ি নিয়ে বেরোতে পারেন জয়পুরের জঙ্গল কিংবা তাজপুরের সমুদ্রতটের উদ্দেশ্যে। যদিও আজকাল আপনি ড্রাইভ করে যে কোনও ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। এমন অনেকেই রয়েছেন, যাঁরা গন্তব্যের কথা না ভেবেই পেরিয়ে পড়েন লং ড্রাইভে। রাস্তায় যখন দীর্ঘক্ষণ কাটাতে হয়, তখন ডেস্টিনেশনের চেয়েও জরুরি সঙ্গে কী-কী জিনিস নেবেন, তার দেখে রাখা দরকার।
গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র: রাজ্যের মধ্যে গাড়ি চালান বা অন্য রাজ্যে পাড়ি দেন, সঙ্গে গাড়ির সমস্ত কাগজপত্র রাখা দরকার। ড্রাইভিং লাইসেন্স আবশ্যিক। গাড়ির বিমা থেকে পলিউশন চেকের কাগজপত্র সঙ্গে রাখুন। এছাড়াও গাড়িতে রাখুন অতিরিক্ত স্টেপনি ও গাড়ির জ্বালানি তেল। রাস্তাঘাটে পেট্রোল পাম্প না মিললে এগুলো কাজে আসবে।
ওষুধপত্র: লং ড্রাইভে যেতে কার না ভাল লাগে। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যাঁদের লং ড্রাইভে গিয়ে মাথা ঘোরা, গা গোলানোর মতো মোশন সিকনেস হয়। গাড়ি নিয়ে পাহাড়ে উঠলেও এসব উপসর্গ দেখা দেয়। এসব ক্ষেত্রে সঙ্গে ওষুধ রাখুন। এছাড়াও সঙ্গে রাখুন ফার্স্ট এইড কিট। ছোটখাটো দুর্ঘটনায় কাজে আসতে পারে।
রাস্তার বিবরণ: আজকাল অচেনা-অজানা রাস্তায় বেরোলে গুগল ম্যাপই ভরসা। তবে, কোনও রিমোট এলাকায় বেড়াতে গেলে ইন্টারনেট ঠিকমতো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আগে থেকে রাস্তা সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে রাখা দরকার।
বৈদ্যুতিন সরঞ্জাম: রাস্তা চেনা থেকে হোটেল খোঁজা সব কাজই সম্পন্ন হয় মুঠোফোনে। হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে গেলে কী করবেন? আর লং ড্রাইভে যাচ্ছেন গাড়িতে গান চলবে না, তা হয় নাকি! তাই সঙ্গে রাখুন চার্জার, পাওয়ার ব্যাঙ্ক থেকে ব্লু টুথ স্পিকার। এছাড়াও টর্চ ও ইমার্জেন্সি লাইট সঙ্গে রাখতে পারেন।
খাবার: রাস্তায় রেস্তোরাঁ বা ধাবা না মিললে কোথায় খাবেন? তাছাড়া বার বার গাড়ি দাঁড় করিয়ে খাবার খাওয়া কি সম্ভব? দিঘা হোক বা শান্তিনিকেতন কিংবা নর্থ বেঙ্গল, সঙ্গে খাবার নিতে ভুলবেন না। চেষ্টা করুন শুকনো খাবার সঙ্গে নেওয়ার। এছাড়াও ফল, ডিম সেদ্ধ, রান্না করা হালকা খাবার সঙ্গে নিতে পারেন।





