শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সকলের কাছেই দারুণ খবর। কারণ এএসআই (ASI) থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে শুধু দেশবাসী নয়, বিদেশি পর্যটকদের জন্যও বটে। সারা দেশ জুড়ে এখন স্বাধীনতা দিবসের (Independence India) আবেগঘন দিনটি অপেক্ষা করছে। তার আগে এমন সিদ্ধান্ত বেশ চমকপ্রদ। গত বুধবার, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে জানানো হয়, আজ অর্থাত্ ৫ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত সারা দেশের সমস্ত প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভগুলি ও সাইটগুলিতে বিনামূল্য প্রবেশের ঘোষণা করা হয়েছে। এ বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদ কা অমৃত মহোত্সব উদ্যাপনের অংশ হিসেবে এই দুরন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত এএসআইয়ের অধীনস্থ সুরক্ষিত সমস্ত স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য পয়সা খরচ করতে হবে না। টানা ১০ দিন প্রবেশ বিনামূল্যে থাকবে বলে সোশ্য়াসল মিডিয়ায় একটি বিবৃতিও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এএসআইয়ের একটি ঘোষণা শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, উদযাপনের অংশ হিসেবে ৫ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সুরক্ষিত স্মৃতিস্তম্ভের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক সাইট মিউজিয়ামগুলিতে কোনও টিকিট কাটতে হবে না।
𝗙𝗿𝗲𝗲 𝗘𝗻𝘁𝗿𝘆 𝗔𝘁 𝗔𝗹𝗹 𝗠𝗼𝗻𝘂𝗺𝗲𝗻𝘁𝘀 (𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟱-𝟭𝟱):
As part of 'Azadi ka #AmritMahotsav' and 75th I-Day celebrations, @ASIGoI has made Entry Free for the visitors/tourists to all its protected monuments/sites across the country,from 5th -15th August, 2022 pic.twitter.com/NFuTDdCBVw
— G Kishan Reddy (@kishanreddybjp) August 3, 2022
রেড্ডি এই বিবৃতি দিয়ে লিখেছেন, এএসআই ৫ থেকে ১৫ অগস্ট থেকে সারা দেশজুড়ে সমস্ত সুরক্ষিত স্মৃতিস্তম্ভ বা সাইটগুলিতে দর্শক ও পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোস্তভ’ প্রচারাভিযানের অধীনে ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
ভারতে সমস্ত এএসআই সুরক্ষিত স্মৃতিস্তম্ভে প্রবেশ ৫ থেকে ১৫ অগস্টের মধ্যে বিনামূল্যে প্রবেশের ঘোষণা করা হয়েছে৷ ভারতে প্রায় ৩৬ হাজার এএসআই অধীনস্থ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেগুলি প্রতিটি ভারতের সোনালি ইতিহাস এবং অবিশ্বাস্য সৌন্দর্যের স্মারক৷ দিল্লির হুমায়ুনের সমাধি এবং কুতুব মিনার এবং জয়পুরের হাওয়া মহল থেকে মহারাষ্ট্রের অজন্তা-ইলোরা গুহা এবং মামাল্লাপুরমের তীরের মন্দির, এই সমস্ত স্মৃতিস্তম্ভগুলিতে প্রবেশ ১০ দিনের জন্য একেবারে বিনামূল্যে! প্রসঙ্গত বিনামূল্যে প্রবেশের নিয়ম সমস্ত ভারতীয় নাগরিক এবং বিদেশি দর্শকদের জন্যই প্রযোজ্য।