AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adventure Sports in Sikkim: প্যারাগ্লাইডিং থেকে ইয়াক সাফারি, সিকিমে যে সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ রয়েছে…

Sikkim Tourism: সিকিম বেড়াতে গিয়েও আপনি বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পারেন। রিভার রাফটিং থেকে মাউন্টেন বাইকিং সব কিছু করা যাবে সিকিমে।

Adventure Sports in Sikkim: প্যারাগ্লাইডিং থেকে ইয়াক সাফারি, সিকিমে যে সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ রয়েছে...
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 12:29 PM
Share

হাতে ৪ দিনের ছুটি থাকলে অনেকেই সিকিম ভ্রমণের প্ল্যান বানিয়ে নেয়। কাছেপিঠে ছুটি কাটানোর জন্য সিকিমের পাহাড়ি গ্রামগুলো আপনাকে অনন্য অভিজ্ঞতা এনে দেয়। আর তার সঙ্গে থাকে বরফ দেখার সুযোগও। কিন্তু সিকিম বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা কখনও ভেবে দেখেছেন? হ্যাঁ, সিকিম বেড়াতে গিয়েও আপনি বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পারেন।

রিভার রাফটিং- উত্তরবঙ্গে তিস্তার জলে রাফটিং করার সুবিধা রয়েছে। সিকিমেও তিস্তা ও রঙ্গিত নদীতে রিভার রাফটিংয়ের সুযোগ রয়েছে। সিকিমের মাখা থেকে তিস্তায় রাফটিং শুরু হয়। তারপর রংপো হয়ে যাওয়া হয় সিরওয়ানির দিকে। আর রঙ্গিত নদীতে রাফটিং শুরু হয় নয়াবাজার থেকে। শেষ হল মল্লিতে। রাফটিংয়ের অভিজ্ঞতা না থাকলেও আপনি সিকিমের তিস্তায় রাফটিং করতে পারেন। তবে, অভিজ্ঞতা ছাড়া রঙ্গিতে রাফটিং না করাই ভাল।

মাউন্টেন বাইকিং- পশ্চিমবঙ্গ থেকে অনেকেই দু’চাকা নিয়ে সিকিম বেড়াতে যান। কিন্তু মাউন্টেন বাইকিং তার থেকে বেশ আলাদা। মাউন্টেন বাইকিং হল কিছুটা পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোর মতোই। কিন্তু এই সাইকেল চালানো বেশ কঠিন এবং রোমাঞ্চকর। সিকিম মাউন্টেন বাইকিংয়ের ছয়টি রুট রয়েছে। বেশিরভাগ রুট গ্যাংটক থেকে শুরু হয়। গ্যাংটক থেকে রামটেক হয়ে আপনি রংপো, রংল, পেলিং, নামথাং, জোরথাং, টেমি, লাচুং, নামচি ইত্যাদি জায়গা যেতে পারেন।

প্যারাগ্লাইডিং- প্যারাগ্লাইডিং করতে হিমাচল যাওয়ার পরিকল্পনা করেন? সিকিম গেলেই মিলবে আকাশে ওড়ার অভিজ্ঞতা। সিকিমের গ্যাংটকে রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ। পাখির চোখে সিকিম দেখতে পারবেন। গ্যাংটকের মাটি থেকে ১৩০০-১৪০০ মিটার উচ্চতায় আপনি ১০ মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর ২২০০ মিটার উচ্চতায় ৩০ মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন এখানে। এছাড়া হ্যাং গ্লাইডিংয়ের সুবিধা রয়েছে। এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনি সিকিমের পাহাড়, অরণ্য, নদী সবকিছুর সাক্ষী হতে পারবেন।

হেলিকপ্টার রাইড- কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আপনি হেলিকপ্টারে চড়তে পারেন সিকিমে। সিকিমে হেলিকপ্টার রাইডে জনপ্রতি ৩০০০ টাকা ভাড়া। ১৫ মিনিটে আপনাকে ঘুরিয়ে দেখানো হবে সিকিমের সৌন্দর্য।

ইয়াক সাফারি- সিকিমের অফবিট গ্রামে বেড়াতে গেলে আপনি ইয়াকের দেখা পেয়েই যাবেন। সিকিমে বেশ জনপ্রিয় ইয়াক সাফারি। অর্থাৎ ইয়াকের পিঠে চেপে ভ্রমণ। সিকিমে জংরি হ্রদ এবং চাঙ্গু হ্রদে ইয়াক সাফারির সুবিধা রয়েছে। ইয়াক সাফারির জনপ্রতি ৩০০ টাকা ভাড়া।

ট্রেকিং- সিকিমের কোলে ট্রেক করা যাবে না, এমন হয় না। সিকিমে বেশ কিছু ট্রেকিং রুট রয়েছে, যা আপনাকে অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। গ্রিন লেক ট্রেক, ভিলেজ ট্রেক, মনাস্টিক ট্রেক, রডোডেনড্রন ত্রেক, ফোকটে দাঁরা টেক, সিঙ্গালিলা ট্রেক, গোয়েচালা ট্রেক এবং জংরি ট্রেক।