Holi 2022: সপ্তাহান্তে দোল উত্‍সব! রঙিন দিনে দেশের কোথায় যাবেন, আজই প্ল্যান করুন

Incredible India: সামনেই রয়েছে দোল উত্‍সব। এ বছর ১৮ মার্চ , শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে। তারপরই রয়েছে শনিবার ও রবিবার। এমন সুযোগ হাতছাড়া না করাই ভাল।

Holi 2022: সপ্তাহান্তে দোল উত্‍সব! রঙিন দিনে দেশের কোথায় যাবেন, আজই প্ল্যান করুন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 10:37 AM

দেশের যে কোনও জায়গায় ভ্রমণের উপযুক্ত সময় হল মার্চ মাস। এই দুর্দান্ত সময়ে যদি উইকেন্ড-সহ বেশ কিছুটা সময় ছুটি নিতে পারেন, তাহলে ভারতের বেশ কয়েকটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

সামনেই রয়েছে দোল উত্‍সব। এ বছর ১৮ মার্চ , শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে। তারপরই রয়েছে শনিবার ও রবিবার। এমন সুযোগ হাতছাড়া না করাই ভাল। তাই কোথায় গেলে সারা জীবনের এক সুন্দর অনুভূতি সঞ্চয় করতে পারবেন, তা দেখে নিন…

ধর্মশালা- বসন্তের ছোঁয়ায় ধর্মশালা যেন সুন্দর তিলোত্তমায় সেজে ওঠে। মার্চ মাসে এই জায়গাটির এক অপূর্ব মহিমা ছড়িয়ে থাকে। দিল্লি থেকে ধর্মশালা মাত্র ১০ ঘণ্টা দূরে। বৃহস্পতিবার রাতে শুরু করলে শুক্রবার সকালে আরামসে পৌঁছে যাবেন। সপ্তাহান্তে উপভোগ করার জন্য ধর্মশালার মত জায়গা হয় না। বসন্তে এই পাহাড়ি শহরের চারিপাশ হেঁটে ভ্রমণ করতে পারেন। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার এক মনোরম পরিবেশ রয়েছে এখানে।

গোয়া- সব ঋতুতেই গোয়া হল উপযুক্ত ভ্রমণের জায়গা। মুম্বই ও আশেপাশের এলাকা বাসিন্দাদের জন্য গোয়া হল এক বিস্ময়কর জায়গা। মার্চ মাসেই গোয়া কার্নিভাল অনুষ্ঠিত হয়। আর আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম। সৈকত থেকে বেশ কিছুটা দূরে শহর ও পুরাতন কোয়ার্টারগুলিতে গোয়ার বাসিন্দারের উত্‍সব দেখে আসতে পারেন।

ওয়ানাদ- সপ্তাহান্তে হোলি থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হলে ওয়ানাদ আপনার জন্য় উপযুক্ত । পশ্চিমঘাট পর্বতমালার এক টুকরো সবুজ প্রকৃতিতে ঘেরা এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবে। একান্তে বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এই সুন্দর ও শান্ত পাহাড় বারবার ডাক দেবে।

তাওয়াং- রোম্য়ান্টিক পরিবেশের মধ্য়ে পার্টনারকে নিয়ে কোথায় যেতে হলে চলে যান এই সুন্দর জায়গায়। অরুণাচল প্রদেসএর সুন্দর ও ছোট্ট এই জায়গাটিতে মার্চ মাসেও বেশ ঠান্ডা অনুভূতি হয়। উত্তর-পূর্ব এলাকার পাহাড়ের সৌন্দর্য আপনাকে বারবার আকর্ষণ করবে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে মেলামেশারও সুযোগ রয়েছে।

গুলমার্গ- তুষারবৃত গুলমার্গ সারাবছরই সেরা জায়গা। মার্চ মাসেও জম্মু ও কাশ্মীরের এই সুন্দর জায়গাটি পর্যটকদের জন্য উপযুক্ত গন্তব্যস্থল। প্রথমবারের মত তুষারপাতের রোমাঞ্চকর অনুভূতি নিতে চাইলে এই মাসেই যাওয়ার প্ল্য়ান করুন।

আরও পড়ুন: Kerala: আস্ত একটি বাড়ি নিয়েই এবার হবে কেরালা ভ্রমণ! পর্যটকদের জন্য খুলছে প্রথম ‘ক্যারাভান পার্ক’