Gangasagar 2023: বাস-ট্রেন-ভেসেল দীর্ঘ ঝক্কির দিন শেষ, এবার এক টিকিটেই গঙ্গাসাগর
Single-ticket system: মকর সংক্রান্তিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্য লাভের জন্য গঙ্গাস্নানের জন্য আসেন। একটা টিকিট কেটেই তাঁরা পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর।

কথায় রয়েছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।’ মানুষের বিশ্বাস, গঙ্গাসাগর একবার যাওয়াই সব তীর্থস্থানে পুণ্য লাভের সমান। কিন্তু এই একবারই গঙ্গাসাগর কঠিন। যদি ভাগ্য সঙ্গ না দেয়। কারণ যাতায়াত নিয়ে গঙ্গাসাগর পৌঁছানো কিন্তু কঠিন নয়। শিয়ালদহ থেকে নামখানা লোকালে চেপে পৌঁছে যান কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে ভেসেল পেরিয়ে পৌঁছে যাওয়া যায় গঙ্গাসাগর। আবার নামখানায় নেমেও গঙ্গাসাগর যাওয়া যায়। বাস, ট্রেন, ভেসেলে চাপা ঝক্কির মনে হচ্ছে? এ বছর সেই ঝক্কিও আর পোহাতে হবে না আপনাকে। এক টিকিটে গঙ্গাসাগর যাওয়ার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার জন্য টিকিটের জন্য লাইন দিতে হবে না।
একবার টিকিট কেটেই আপনি গঙ্গাসাগরের জন্য বাস, ভেসেল সবই চাপতে পারবেন। একটা টিকিট কেটেই হাওড়া কিংবা বাবুঘাট থেকে সোজা পৌঁছে যাবেন গঙ্গাসাগর। হাওড়া থেকে ওই টিকিট কাটলে মাথাপিছু খরচ পড়বে ২১০ টাকা। আর যদি বাবুঘাট থেকে গঙ্গাসাগর যেতে চান, তাহলে টিকিট কাটতে হবে ২০০ টাকা। ওই টিকিটের মধ্যে ফেরির যাতায়াতের খরচ ও বাসের খরচও ধার্য করা হয়েছে। অর্থাৎ একটা টিকিট কেটেই আপনি হাওড়া থেকে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম ঘুরে আবার হাওড়া ফিরে আসতে পারবেন। টিকিটের জন্য দুশো টাকার বেশি আর খরচ করতে হবে না।
পরিবহণ দফতরের এই ‘এক টিকিটে গঙ্গাসাগর’ পরিষেবা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এই পরিষেবা পাওয়া যাবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্য লাভের জন্য গঙ্গাস্নানের জন্য আসেন। সেই সব তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য এই পরিষেবার সুবিধা এনেছে রাজ্য পরিবহণ দফতর।
প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন। হাওড়া থেকে বাসে করে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত যেতে হবে। আবার সেখান থেকে সড়কপথে ৮ নম্বর লটের দিকে যেতে হবে। তারপর ভেসেল পেরিয়ে পৌঁছাতে হয় গঙ্গাসাগর। এই ঝক্কি পুণ্যার্থীরা সামলে নেন। কিন্তু গঙ্গাসাগর পৌঁছতে ফেরিঘাটগুলোতে লম্বা লাইন পড়ে। এই সমস্যা দূর করার জন্য এক টিকিটে গঙ্গাসাগর যাওয়ার সুবিধা এনেছে রাজ্য পরিবহণ দফতর। গত বছর কোভিড আবহের মধ্যে এই নিয়ম প্রথম চালু হয়েছিল। আশা করা হচ্ছে, এবছর এই নিয়মে উপকৃত হবেন তীর্থযাত্রীরা।





