Sabarimala Temple: শবরিমালা মন্দিরের পুরনো রুটটিও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেরালা সরকার

প্রতিবেদনে বলা হয়েছে যে সান্নিধানমে রাত্রিযাপনের সুবিধার্থে প্রায় ৫০০টি কক্ষ কোভিড ১৯ প্রোটোকলের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে।

Sabarimala Temple: শবরিমালা মন্দিরের পুরনো রুটটিও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেরালা সরকার
শবরিমালা মন্দির
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 10:02 AM

পম্পা থেকে নীলিমালা, অ্যাপাচি মেডু ও মারাকুট্টুম হয়ে শবরিমালা মন্দিরের ঐতিহ্যবাহী রুটটি খোলার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দক্ষিণ ভারতের এই রাজ্যে বর্তমানে ৪০ হাজারেরও কম করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও দেবস্বোম মন্ত্রী কে রাধাকৃষ্ণনের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনা অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সাধারণের জন্য খুলে দেওয়া হয় কেরালার শবরিমালা মন্দির।

নয়া আপডেট করা নির্দেশিকায় বলা হয়েছে, অ্যাপাচি মেডু ও নীলিমলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধাগুলি স্খাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে সান্নিধানমে রাত্রিযাপনের সুবিধার্থে প্রায় ৫০০টি কক্ষ কোভিড ১৯ প্রোটোকলের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্ত্রনালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছে স্থানীয় প্রশাসন জলের স্তরের মূল্যায়ন করার পর পাম্পা নদীতে স্নান ও বালি থার্পনাম অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে।

জানা গিয়েছে, করোনা অতিমারির পর বেশ কিছু সতর্কতামূলক ব্বস্থার মধ্যে নভেম্বরের মাঝামাঝি ২ মাসের জন্য সবরিমালা মন্দির খুলে দেওয়া হয়েছিল। ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আয়াপ্পা মন্দিরে প্রবেশ করার জন্য কোভিড টিকার ২টি ডোজ গ্রহণ করা আবশ্যিক বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: Rajasthan: পর্যটকদের জন্য দারুণ খবর! শীতের মরসুমে রাজস্থানে শুরু রঙিন উত্‍সবের মেলা