AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan: পর্যটকদের জন্য দারুণ খবর! শীতের মরসুমে রাজস্থানে শুরু রঙিন উত্‍সবের মেলা

পর্যটন বিভাগ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই সবকটি উত্‍সবই রাজস্থানের রাজকীয় ও প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে সমৃদ্ধ। পর্যটকরা এই উত্‍সবগুলির সারা বছর অপেক্ষা করে থাকে।

Rajasthan: পর্যটকদের জন্য দারুণ খবর! শীতের মরসুমে রাজস্থানে শুরু রঙিন উত্‍সবের মেলা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 11:35 AM
Share

আগামী ২২ ডিসেম্বর থেকে রাজস্থানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জাওয়াই বন্ধ উত্‍সব। পালি জেলার রণকপুরে এই উত্‍সবের সব আয়োজন প্রায় প্রস্তুত। রাজস্থান পর্যটন বিভাগ জানিয়েছে, আগামী ৩০-৩১ ডিসেম্বর, এই উত্‍সবের সঙ্গে মাউন্ট আবু উত্‍সবও পালিত হবে। এছাড়া শীতের মরসুমে পর্যটক টানতে আরও বেশ কয়েকটি ইভেন্ট রাখা হয়েছে। এই জনপ্রিয় ও জমকালো ইভেন্টের টানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড়ে করেন।

পর্যটন বিভাগ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই সবকটি উত্‍সবই রাজস্থানের রাজকীয় ও প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে সমৃদ্ধ। পর্যটকরা এই উত্‍সবগুলির সারা বছর অপেক্ষা করে থাকে। বুন্দির বুন্দি উত্‍সব, আলওয়ার জেলার ম্যাটসে উত্‍সবগুলিতে আগের তুলনায় অনেক বেশি পর্যটকের আগমন হয়েছিল।

রাজস্থানে সারা বছরই নানা উত্‍সব পালিত হয়ে থাকে। বিশেষ করে শীতকালে মরুরাজ্যের জীবন, রঙ শব্দের সঙ্গে প্রচুর পরিমাণে ঘরোয়া ও বাহারি উত্‍সবের জন্য বিখ্যাত। যেমন মরুভূমি উত্‍সব। পুষ্কর মেলা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন বছে ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাস থেকেই শুরু হবে চিতোরগড় দুর্গ উৎসব। বিকানেরে উট ফেস্টিভ্যাল পালিত হবে ৮ -৭ জানুয়ারি, জয়পুরের ঘুড়ি উত্‍সব পালিত হবে ১৪ জানুয়ারিতে। বাঁশওয়ারায় বানেশ্বর মেলা (১০-১৪ ফেব্রুয়ারি, ২০২২), জয়সালমেরের মরুভূমি উত্সব (১৪-১৬ ফেব্রুয়ারি, ২০২২), ভরতপুরের ব্রজ হোলি (১৩-১৪ মার্চ, ২০২২), জয়পুরের ধুলান্ডি মহোৎসব (১৮ মার্চ এবং ২২ মার্চ), শেখাবতী উৎসব (২০-২২ মার্চ, 2022) ও রাজস্থান দিওয়াস সমারোহ (৩০মার্চ, ২০২২)-এর মেগা উদযাপন শীতকালেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: Greece: বিদেশি পর্যটকদের জন্য দারুণ সুখবর! ওমিক্রন-আতঙ্কের মধ্যে খুলে গেল গ্রিসের দরজা