বিশ্ব ভ্রমণের স্বপ্ন রয়েছে? অন্যদিকে আবার বিমানে উঠতে ভয়? তাহলে বাসকে (Bus Service) বেছে নিতে পারেন বিদেশ ভ্রমণের জন্য। এবার বাসে চেপেই দিল্লি (Delhi) থেকে লন্ডন (London) পৌঁছে যেতে পারবেন। ৭০ দিনে ১৮টা দেশ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন লন্ডন। এই ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে হরিয়ানার অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড নামক একটি বেসরকারি সংস্থা।
কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা? ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে দিল্লি থেকে লন্ডন বাস পরিষেবা। জানা গিয়েছে, যদি ভারত-মায়ানমার সীমান্ত শান্ত থাকলে তাহলে দ্রুত চালু হবে এই বাস পরিষেবা।
প্রায় ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আপনি পৌঁছে যেতে পারবেন লন্ডনে। সময় লাগবে ৭০ দিন। পথে পড়বে ১৮টি দেশ। দিল্লি থেকে কলকাতা হয়ে মায়ানমার পৌঁছবে বাস। তারপর তাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে।
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই বাস যাত্রা আমাদের দেশে নতুন নয়। ভারত থেকে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা প্রথম চালু হয়েছিল ১৯৫৭ সালে। সেই সময় ব্রিটেনের একটি সংস্থা এই পরিষেবা চালু করেছিল। কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পৌঁছাত বাস। ‘হিপ্পি রুট’ নামে জনপ্রিয় এই বাস রুটটি। বেশ কয়েক বছর চলেছিল এই পরিষেবা। কিন্তু তারপরেই বাসটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সেই থেকে এই পরিষেবা বন্ধ হয়ে যায়।
যদিও এখানেই শেষ নয়। এরপরও অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস পরিষেবা চালু করে। সেই পরিষেবাও বেশ জনপ্রিয় ছিল। ১৯৭৬ সাল পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক সমস্যা এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
ফের হরিয়ানার অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড সংস্থা এই পরিষেবা চালু করছে। কিন্তু এবার আর হিপ্পি রুট নয়। এক অন্য পথে বাস চালানো হবে বলে জানিয়েছে ওই সংস্থাটি। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাসে ২০ জনের সিট রয়েছে। প্রত্যেকের জন্য পৃথক কেবিনের ব্যবস্থা রয়েছে। কেউ যদি এই বাস পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক হন, তাহলে মাথাপিছু ১৫ লক্ষ টাকা ব্যয় করতে হবে। এই টাকার মধ্যে প্রত্যেকের দেশের ভিসা-সহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি।
আরও পড়ুন: বসন্তের আমেজে হিমাচল প্রদেশের এমন ‘বিষ্ময়কর রূপ’ দেখেছেন কখনও?
আরও পড়ুন: লাভ ইজ় ইন দ্য এয়ার! এবার সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটান প্রাইভেট বিমানে