আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর জম্মু কাশ্মীর ট্যুরিজম আয়োজন করছে এক সপ্তাহ ব্যাপী পর্যটন উৎসব। শ্রীনগরে মূল উৎসব হলেও পর্যটন দপ্তর সূত্রের খবর সারা রাজ্য জুড়ে আয়োজিত হবে এই উৎসবের উদযাপন। পুলওয়ামা সেক্টরের কিসতওয়ার জেলায় আয়োজিত হবে জাফরান হারভেস্ট ফেস্টিভ্যাল। আর রাজৌরি সেক্টরে বসবে মাউন্টেন বাইকিংএর আসর। পৃথিবীর সবচেয়ে দামি কৃষিজ ফসল জাফরান। দেশের সেরা গুনগত মানের জাফরান উৎপাদিত হয় এই কিসতওয়ার জেলায়। জম্মু কাশ্মীরের ডোডা আর অনন্তনাগ জেলার মধ্যে সমুদ্রতল থেকে ১৬৩১ মিটার উচ্চতায় অবস্থিত কিসতওয়ার।
পুজোর ছুটিতে বাঙালি পর্যটকদের টানতে আশাবাদী কাশ্মীর পর্যটন। জম্মু কাশ্মীর পর্যটনের কলকাতা অফিসের অফিসার ইন চার্জ আহসান উল হক জানাচ্ছেন কাশ্মীরবাসী পর্যটকদের ইত্তালা দিচ্ছে যাতে করোনা কাটিয়ে আবার টুরিস্টদের ভিড় জমে উপত্যকায়। আহসান জানাচ্ছেন পর্যটনের সঙ্গে যুক্ত ঘোড়া ওয়ালা , হাউজবোট কর্মী , শিকারা চালক , ট্রাভেল ট্রেড অপারেটর সবারই কোভিডের টিকাকরন সম্পূর্ণ হয়েছে। যে সমস্ত টুরিস্ট কাশ্মীর উপত্যকায় আসছেন তাদের দুটি ভ্যাকসিন হয়ে গেলেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না কাশ্মীর প্রশাসন। জম্মু, লেহ এবং শ্রীনগর এয়ারপোর্টে আগত পর্যটকদের দ্বিতীয় ভ্যাকসিনের রিপোর্ট থাকলেও করা হচ্ছে ব়্যাপিড টেস্ট। এর ফলে করোনায় আক্রান্তের সংখ্যাও কমেছে রাজ্য জুড়ে।
শোনা যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে কাশ্মীরের শালিমার বাগের নির্মাণের সময়ে কা শিমির (মানে – জলে ঘেরা ভূখণ্ডের) এর শোভায় মোহিত হয়ে একটি পংক্তি উঠে আসে। পারসী সেই পংক্তি কালক্রমে অমর হয়ে যায় –
“অগর ফিরদৌস বর রু-এ জ়মিন অস্ত
হামিন অস্ত-ও, হামিন অস্ত-ও, হামিন অস্ত।”
স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। জন্নত বা স্বর্গের সৌন্দর্যের খুব কাছাকাছি স্বর্গীয় শোভার আপন দেশ কাশ্মীর বারেবারে রাজনৈতিক বিভিন্ন কারনে উত্তপ্ত হয়েছে। উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদের শিরোনামে। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক কেঁপে উঠেছিল বিস্ফোরণে। সন্ত্রাস,গোলাবারুদের সেই রক্তক্ষয়ী স্মৃতি কাটিয়ে পুলওয়ামা আবার উঠে আসবে এই অক্টোবরে সংবাদের হেডলাইনে। পৃথিবীর সবচেয়ে দামি কৃষিজ ফসল কীভাবে আহরণ করা হয় তা স্বচক্ষে দেখতে জড়ো হবে তামাম দুনিয়ার পর্যটক। ভূস্বর্গ ভয়ঙ্কর নয় বরং করোনার আবরণ খুলে ফেলে আবার জেগে উঠছে কা শিমির।
আরও পড়ুন: শরতের ঝলমলে আবহাওয়ায় হিমালয়ের ‘বিষ্ময়কর রূপ’ দেখেছেন কখনও?
আরও পড়ুন: অস্তিত্ব সংকটে শ্রীনগরের বিখ্যাত গোলাপ জল!
আরও পড়ুন: এই জায়গাগুলি ঘোরার জন্য বেছে নিয়েছেন অনেকেই, আপনার তালিকাও কি মিলে যাচ্ছে?