North Bengal Tourism: মিরিকের পর রোহিনী, বোটিংয়ের টানে পর্যটকের সংখ্যা বাড়ছে শিলিগুড়ির এই গ্রামে
Siliguri: শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে এই রোহিনীর উপর দিয়েই যেতে হয়। পাহাড়ের পাকদণ্ডি পথ বেয়ে উঠতে হয় রোহিনী লেকে।
উত্তরবঙ্গে বোটিংয়ের একমাত্র ভরসা ছিল মিরিক। এবার সেই তালিকায় নাম লেখালো রোহিনী। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে ছোট্ট গ্রাম রোহিনী। পাহাড়ের গা বেয়ে উঠে গেলে দেখা মেলে এক সুন্দর হ্রদের। এটাই রোহিনী লেক, যাকে কেন্দ্র করে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র। ২০০৪ সালে তৎকালীন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সুপ্রিমো সুবাস ঘিসিং এই লেকটি উদ্বোধন করেছিলেন। তারপর থেকে অনেকটা সময় কেটে গিয়েছে। পর্যটকদের আনাগোনা দেখা যায়নি এই পাহাড়ি হ্রদে। এবার হ্রদে বোটিং শুরু করায় বেড়েছে পর্যটকদের ভিড়।
এক সময় সাপের উৎপাত ছিল লেক জুড়ে। ফলে, ঝোপঝাড়ে ভরে গিয়েছিল গোটা এলাকা। কিছুদিন আগে রাজ্য সরকার কার্শিয়াং থেকে রোহিনী পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করেছে রোহিনী লেক। সুন্দর করে সাজানো হয়েছে হ্রদটি। এখানে বোটিং চালু করা হয়েছে। এরপর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে দেখা গিয়েছে লেকে।
একদিকে খাদে, অন্যদিকে পাহাড়ের ঢালে চা বাগান। আর মাঝে রোহিনী লেক। প্রায় ২২ একর জমি নিয়ে গড়ে উঠেছে লেকটি। শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই লেক। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে এই রোহিনীর উপর দিয়েই যেতে হয়। আর যদি দার্জিলিং দিয়ে যেতে চান, তাহলে এটি ৬৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাহাড়ের পাকদণ্ডি পথ বেয়ে উঠতে হয় রোহিনী লেকে। রোহিনী হ্রদকে কেন্দ্র করে পুরো এলাকাটা সাজিয়ে তোলা হয়েছে। চারিদিকে বসার জায়গা এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা তৈরি করা হয়েছে। তবে বেশি নজর কাড়ছে পাহাড়ের মাঝে বোটিং।
মিরিকের পর এখন রোহিনী হয়ে উঠেছে বোটিংয়ের জায়গা। রোহিনী হ্রদে ৬টি প্যাডেল বোট নামানো হয়েছে। এক একটি বোটে চারজন করে বসতে পারবে। বোটিংয়ের জন্য আপাতত জনপ্রতি ৫০ টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে। এই সংস্কারের ফলে কিন্তু বেড়েছে পর্যটকের সংখ্যাও।
রোহিনী লেককে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি স্থানীয়রা। তবে, রোহিনী লেক থেকে কার্শিয়াংয়ের রোপওয়ে পরিষেবার কাজ এখনও শেষ হয়নি। কিন্তু একবার এই অঞ্চলে রোপওয়ে পরিষেবা চালু এই অঞ্চলের আরও জনপ্রিয়তা বাড়বে। তবে, এখানে একমাত্র পর্যটন অঞ্চল রোহিনী, তা কিন্তু নয়। রোহিনী লেক থেকে ঘুরে নিতে পারেন আরও জায়গা।
রোহিনী লেকের কাছেই রয়েছে লামা গোম্বার জঙ্গল। প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা ঠিকানা হতে পারে এই জঙ্গল। ইচ্ছা হলে এখানে আপনি ছোট্ট একটা ট্রেকও করে নিতে পারেন। রোহিনী হ্রদ থেকে বামানপোখরির জঙ্গলও কাছে। আপনি চাইলে সেখানেও ট্রেক করতে পারেন। রোহিনী থেকে ১৫ মিনিটের দূরত্বে রয়েছে দুধিয়া। এই অঞ্চলটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।