AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: দক্ষিণ ভারতের এই অঞ্চল দিয়ে লোকাল ট্রেন গেলেই বন্ধ নিভে যায় বাতি

Local Train: ১১৫,০০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। কিন্তু ট্রেনের আলো নিভে যাওয়ার ঘটনাটি ঘটে শুধু চেন্নাইয়ের তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছে। যখনই ওই নির্দিষ্ট অঞ্চল দিয়ে কোনও লোকাল ট্রেন যায়, ট্রেনের আলো, পাখা সব বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।

Indian Railway: দক্ষিণ ভারতের এই অঞ্চল দিয়ে লোকাল ট্রেন গেলেই বন্ধ নিভে যায় বাতি
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 9:30 AM
Share

দেশের পরিবহণের মেরুদণ্ড ভারতীয় রেল। দেশজুড়ে প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ যাতায়াত করে ট্রেনে। তবু, এই ভারতীয় রেল সম্পর্কিত এমন অনেক মজাদার তথ্য রয়েছে, যা অনেকেরই অজানা। ভারতীয় রেলে যেমন ধীর গতির ট্রেন রয়েছে, তেমনই রয়েছে বিলাসবহুল ট্রেন যাত্রার সুযোগ। তবে, এখন আমরা এমন একটি জায়গার খোঁজ দেব, যেখান দিয়ে ট্রেন পাশ করলেই বগির নিভে যায় সমস্ত আলো। শুনতে অদ্ভুত লাগছে? এই দেশে এমনও রেল স্টেশন রয়েছে, যেখান দিয়ে ট্রেন গেলেই তার সমস্ত আলো বন্ধ হয়ে যায়।

ভারতীয় রেল সম্পর্কিত এমন চমকপ্রদ গল্প খুব মানুষেরই জানা। তামিলনাড়ুর চেন্নাইতে তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছে একটি জায়গা রয়েছে। সেখান দিয়ে যখনই কোনও লোকাল ট্রেন পাশ করে, ট্রেনের সমস্ত আলো নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আরও মজাদার বিষয় হল, এই ঘটনাটি শুধুমাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রেই ঘটে। কোনও এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে এমনটা ঘটে না। তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে লোকাল ট্রেন গেলেই বগির সমস্ত আলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

১১৫,০০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। কিন্তু ট্রেনের আলো নিভে যাওয়ার ঘটনাটি ঘটে শুধু চেন্নাইয়ের তাম্বারাম রেলওয়ে স্টেশনের কাছে। যখনই ওই নির্দিষ্ট অঞ্চল দিয়ে কোনও লোকাল ট্রেন যায়, ট্রেনের আলো, পাখা সব বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। আসলে, তাম্বারাম রেললাইনের ওই ছোট্ট অংশে স্থাপিত OHE-তে কোনও কারেন্ট নেই। ওই জায়গায় পাওয়ার জ়োন রয়েছে। যখনই কোনও লোকাল ট্রেন একটি পাওয়ার জ়োন ছেড়ে অন্য জ়োনে প্রবেশ করে, তখনই নিজে থেকেই ট্রেনের সমস্ত আলো, পাখা বন্ধ হয়ে যায়।

লোকাল ট্রেনগুলোতে ওভারহেড তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু চেন্নাইয়ের তাম্বারামের কাছে ওই অঞ্চলে ওভারহেড তারে বিদ্যুৎ নেই। তাই ওখান দিয়ে যখনই কোনও লোকাল ট্রেন যায়, কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রেলের পরিভাষায় এমন জায়গাকে প্রাকৃতিক সেকশন বলা হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এমনটা শুধুমাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রেই ঘটে। কারণ এই ধরনের জায়গায় বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন ডিজেলে পরিচালিত হয়। তাছাড়া এক্সপ্রেস ট্রেনে বিদ্যুৎ সংরক্ষণেরও ব্যবস্থা থাকে। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও এক্সপ্রেস ট্রেনে আলো, পাখা জ্বলতে থাকে।