ঘন,মোটা ভ্রু চান? এই তিন তেল মিশ্রণ করে লাগালেই পাবেন দারুণ ফল
ভ্রু ঘন আর মোটা দেখাবে কী করে ভাবছেন? খুব সহজেই পেয়ে যান উপায়।
ভ্রু মানুষের মুখের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এমনকি ভ্রু ঠিক করতে আমরা অনেক টাকাও খরচ করি। তাই ভ্রু’র বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ভ্রু পাতলা হয়ে যাচ্ছে বলে তাই চিন্তিত। ভ্রু ঘন আর মোটা দেখাবে কী করে ভাবছেন? খুব সহজেই পেয়ে যান উপায়।
কী করবেন?
৫০ মিলিঃ ক্যাস্টর ওয়েল, ৫০মিলিঃ নারকেল তেল, ৫০মিলিঃ অলিভ অয়েল নিন। এবার ভাল করে তেলগুলো মিশ্রণ করে বোতলে ভরে রাখুন ৷ ভ্রুর উপর কয়েক ফোঁটা তেল ফেলে ভাল করে মাসাজ করুন৷ কিছুদিন পরেই পাবেন দারুন ফল।
আরও পড়ুন: মাত্র ২টি উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাকেই ফিরবে মুখের মসৃণ ও জেল্লাভাব!
তেলের উপকারিতা
১) ক্যাস্টর ওয়েলে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, ফ্যাটি অ্যাসিড। যা চুলের গ্রোথে সাহায্য করে।
২) ত্বককে কন্ডিশন করতে সাহায্য করে নারকেল তেল। এমনকি ভ্রুর গ্রোথেও খুব সাহায্য করে।
৩) অলিভ অয়েলে আছে ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই এবং কে। যা চুলকে মজবুত করতে সাহায্য করে।