Pet Care: ঘরে আনছেন সাধের পোষ্য? কী কী মাথায় রাখা দরকার; রইল বিস্তারিত
পোষ্য বললেই সকলে একবাক্যে কুকুর, বিড়াল ছাড়া ভাবতেই পারেন না। এ ছাড়া মাছ, পাখিও অবশ্য রয়েছে তালিকায়। এ তো গেল পোষ্যর রকমফের। তবে পোষ্য বাড়িতে নিয়ে আসার আগে বেশ কিছু জিনিস অতি অবশ্যই মাথায় রাখতে হবে।

দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য অনেকেই নিজের জন্য সময় বের করতে পারেন না। ফলে অনেকে পোষ্য আনার ইচ্ছে থাকলেও, পেরে ওঠেন না। যদি বাড়ির সমর্থন থাকে? তা হলে কিন্তু একটু ম্যানেজ করলেই পোষ্য আনতে পারেন। পোষ্য বললেই সকলে একবাক্যে কুকুর, বিড়াল ছাড়া ভাবতেই পারেন না। এ ছাড়া মাছ, পাখিও অবশ্য রয়েছে তালিকায়। এ তো গেল পোষ্যর রকমফের। তবে পোষ্য (Pet) বাড়িতে নিয়ে আসার আগে বেশ কিছু জিনিস অতি অবশ্যই মাথায় রাখতে হবে। না হলেই পড়তে পারেন মুশকিল। তা হলে ঝটপট জেনে নিন বাড়িতে পোষ্য নিয়ে আসার আগে কী কী মাথায় রাখা দরকার।
১) প্রথমেই যে বিষয়ে খেয়াল রাখতে হবে, তা হল পোষ্যকে বাড়িতে আনার আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলা দরকার। তাদের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।
২) এই ধরুন বাড়িতে কুকুর আনার পরিকল্পনা করছেন, তা হলে একবার যখন কোন প্রজাতির কুকুর নেবেন তা ঠিক করে ফেলবেন, তারপরের কাজ হল বাড়িতে পোষ্যর জন্য সঠিক জায়গা বেছে নেওয়া।
৩) পোষ্য বাড়ি নিয়ে আসার আগে কাছেপিঠের পশু-পাখির চিকিৎসক, ভেটেরিনারি ক্লিনিকের খোঁজ রাখতে হবে। পোষ্যর ভ্যাকসিনেশন নিয়ে কোনও আপস নয়। পোষ্যর নিয়মিত হেলথ চেক আপ করা দরকার।
৪) শুরু থেকেই পোষ্যর ট্রেনিং দেওয়া উচিত। যাতে বাড়িতে কোনও অতিথি এলে সে খারাপ আচরণ না করে।
৫) এগুলো মাথায় তো রাখতেই হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পোষ্যকে সময় দেওয়া। আপনি যদি অতিরিক্ত ব্যস্ত হন, আর পোষ্যর জন্য আপনার কাছে সময়ই নেই, তা হলে কিন্তু বিরাট সমস্যা। কুকুরছানা হোক বা খানিক বড় কুকুর, কিংবা বিড়াল ছানা একবার তাকে বাড়িতে আনলে আপনাকে কিন্তু তার জন্য সময় বের করতেই হবে।
৬) যখনও একটি পোষ্যকে বাড়িতে আনার কথা ভাববেন, এবং তাকে যেখানে রাখবেন সেই জায়গা পেট প্রুফ করার উপায় অবলম্বন করতে হবে। এই ধরুন শক্ত এবং টেকসই আসবাবপত্র নিতে হবে। মেঝেতে পেট-সেফ ক্লিনার ব্যবহার করতে হবে। বাড়ির ভেতর বেশি গাছ রাখা যাবে না। অনেক পোষ্য যেমন – কুকুর, মাটি খুঁড়ে হাঁড় খুঁজতে পারে। বাড়িঘর তাতে নোংরা হতে পারে।
৭) বাড়ির বাচ্চা যেমন আদর খেতে চায়, খেলনা নিয়ে খেলতে চায়, ঠিক তেমনই ছোট্ট কুকুরছানা বা বিড়াল বাচ্চাটিরও ইচ্ছে করে আদর খেতে, খেলনা নিয়ে খেলতে। ফলে পোষ্যর প্রয়োজনীয় খেলনা সব সময় বাড়িতে রাখা প্রয়োজন।
৮) পোষ্যকে যদি বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় সারাদিন রাখেন, তা হলে সেখানে পর্যাপ্ত খাবার, জল সব সময় যেন বাড়িতে মজুত থাকে, সেদিকে নজর রাখা প্রয়োজন।
