AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laptop care Tips: হঠাৎ বৃষ্টিতে অফিসের ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?

Laptop care Tips: হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই সমস্যা। অফিসের ল্যাপটপ ভিজে গেলে তো সর্বনাশ। তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে ডিভাইসটি। কী করবেন এমন হলে? রইল সেই টিপস।

Laptop care Tips: হঠাৎ বৃষ্টিতে অফিসের ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?
Image Credit: Getty Images
| Updated on: May 18, 2025 | 2:35 PM
Share

অফিস থেকে ফিরছেন ধরুন হঠাৎ করেই শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। দিকে সকালে ছিল চড়া রোদ তাই ছাতাতাটা কিছুই নিয়ে বেরননি। তাহলে?

হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই সমস্যা। অফিসের ল্যাপটপ ভিজে গেলে তো সর্বনাশ। তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে ডিভাইসটি। কী করবেন এমন হলে? রইল সেই টিপস।

১। দ্রুত বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন – ল্যাপটপ বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। যদি চার্জারে লাগানো থাকে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।

২। ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ খুলে ফেলুন – যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র‍্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।

৩। শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে মুছুন – ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।

৪। উল্টে রেখে শুকাতে দিন – ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।

৫। হেয়ার ড্রায়ার বা রাইসের মধ্যে রাখার বিষয়ে সতর্কতা – অনেকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে চান, কিন্তু এতে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ চালচুলো না খুলেই ড্রাই রাইসে রেখে দেওয়া হয়—এটি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য ততটা নয়।

ভেজা অবস্থায় ল্যাপটপ চালু করা বা চার্জার সংযুক্ত করা বিপজ্জনক হতে পারে। এটি সার্কিটের স্থায়ী ক্ষতি করতে পারে।